ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫ ৭ কার্তিক ১৪৩২
ই-পেপার বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




নজরুল শিশু নাট্যম এর আয়োজনে বক্তারা
সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে একটি জাতি ভবিষ্যৎ নির্মাণ করে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৬:৪২ পিএম আপডেট: ১৯.১০.২০২৫ ৬:৪৯ পিএম  (ভিজিটর : ৩৩৪)
বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা বলেছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে একটি জাতি ভবিষ্যৎ নির্মাণ করে। দেশের সুনাগরিক হিসেবে চিন্তা চেতনা মেধা মননে আমাদের বিকশিত হবে হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নপূরণের জন্য নিজেদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। অনগ্রসর ও সুবিধাবঞ্চিত শিশু পাশে দাঁড়াতে হবে। তিনি শিশু অধিকার সপ্তাহ-২০২৫  উপলক্ষে নজরুল শিশু নাট্যম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

সভাপতির বক্তব্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, সাম্যের কবি নজরুলের স্মৃতিবিজরিত বাংলা একাডেমির বর্ধমান হাউজ প্রাঙ্গনের এই সভা আমাদের নজরুলকেই মনে করিয়ে দেয়। সাম্য সুন্দর সমাজ গঠনে আমাদের বার বার নজরুলের কাছে ফিরে যেতে হবে। গত পনেরো বছর আমাদের সাংস্কৃতিক চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সারা দেশে শিল্প-সংস্কৃতির চর্চা বন্ধ হয়ে গিয়েছিল।   

নজরুল শিশু নাট্যমের সভাপতি ইকবাল হাসান এর সঞ্চালনায় গল্পবলা, কচিকন্ঠে আবৃত্তি, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে সাজানো অনুষ্ঠানে নাট্যজন কাজী আসাদ, নাট্যকার নূর হোসেন রানা, ইতিহাস গবেষক আল আমীন বিন হাসিম,নাট্যকার লুতফুল আহসান বাবু, শিশু উন্নয়ন ও গবেষণা পরিষদ এর মহাসচিব এম আজমল আলি খান, সাংস্কৃতিক সংগঠক খন্দকার শাহ আলম,হোপ’৮৭ এর পরিচালক রেজাউল করিম বাবু, ভাষা আন্দোলন  গবেষক মাহমুদ বিন কাসিম,কবি সাংবাদিক আবদুর রহমান মল্লিক, কবি শাহ সিদদীক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন । 
অনুষ্ঠানে হোপ’৮৭, অন্তরংগ শিশু সংগঠন, জেনেসিস থিয়েটার,প্রাকৃতধারা, দুরন্ত সোসাইটি, আবাবীল, সেন্টার ফর বাংলাদেশ থিয়েটার, শিশু উন্নয়ন ও গবেষণা পরিষদ, হোপ’৮৭ ভ্রাম্যমান বিদ্যালয়, অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন সংগীত নৃত্য আবৃত্তি সহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com