প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৫:৩৭ পিএম আপডেট: ২৪.০৭.২০২৫ ৭:৪৪ পিএম (ভিজিটর : ১০৩৪)
ঘুড়ি
লাল নীল হলুদ সবুজ
কত শত রং তার
এক খানা লেজ তার
দুই খানা হাড়
ইচ্ছেমতো উড়ে যেতে চায় সে
কিন্তু পারে না
মনের ভেতর এই ইচ্ছে তার
সবারই অজানা ।
সুতোয় পড়ে টান, নেমে আসতে হয়
আবারও সেই বদ্ধ ঘরে ফিরে যেতে হয়।
কখনো বা সুতা কেটে
চলে যায় অন্য কারো কাছে।
জানে না সেই খবর কেউই
কোথায় সে আছে।
প্রিয় বাংলা
প্রিয় বাংলা- জানো তুমি কে?
তুমি তিতুমীরের বাঁশের কেল্লা
তুমি হাজার শহীদের রক্তের মেলা
তুমি সিরাজউদ্দৌলার সেই তলোয়ার
যে তলোয়ারে হয়েছিল
শত শত ইংরেজ ছাড়খার
তুমি মওলানা ভাসানীর
পল্টন ময়দানের ভাষণ
যে ভাষণে হয়েছিল
কৃষক শ্রমিক সবাই আপন।
তুমি ছাত্র-জনতার আন্দালনের ডাক
এক ডাকে খুলে গিয়েছে
বাঙালির বাক
তুমি বাঙালির রক্ত
প্রিয় বাংলা-তুমি স্বাধীনতা
প্রিয় বাংলা
আজ সবাই তোমারই ভক্ত।
ফিলিস্তিন
ফিলিস্তিন আজ আমার ভাইয়ের রক্তে লাল
ফিলিস্তিন আজ মিসাইলের আঘাতে চুরমার
আকাশ সাক্ষী বাতাস সাক্ষী
সাক্ষী আছে গাছের পাতা হাজার হাজার
শুধু নিশ্চুপ হয়ে বসে আছে
মুসলিম ভাইসব আমার
রক্তে লেখা ইতিহাস এই
মানবতা আজ কারও মধ্যেই জাগ্রত নেই।
এর চেয়ে লজ্জা আর কী হতে পারে
লক্ষ মানুষের কান্না দেখেও যে
হাসি ঠাট্টা করে।
জেগে যাও হে বিশ্ববাসী খুলে দাও দ্বার।
ফুটে উঠুক সবার মুখে হাসি
কেটে যাক সব আঁধার।
রাকিন শাহরিয়ার, শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণি