প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৩:১১ পিএম আপডেট: ২৬.০৭.২০২৫ ৪:২২ পিএম (ভিজিটর : ২৯২৫)
গুণটানা নৌকাটা
ইসমাত মির্যা
গুণটানা নৌকাটা ডুবিয়েছে নৌকার অসৎ মাঝি;
গুণ ছিলো প্রতিবেশী বিদেশির হাতে-
বহুদূর চোখের আড়াল
এখনো সে ধরে আছে গুণের রশি,
বুঝেও বোঝেনি বুঝি
রশিটা যে আগাগোড়া ছাত্র-জনতার রক্তে ভেজা!
ইত্যবসরে গুণটানা নৌকাটা খেয়ে গেছে ঘুণ-
কানাঘুষা ফিসফাস এদিক ওদিক
গোপন মিটিং, নৌকার পূজারীরা সচেষ্ট সকলেই
অঢেল লাভের সেই আজব চেরাগ
ফিরে পাওয়া চাই-
প্রচেষ্টা অব্যাহত হাতছাড়া নৌকাটা পুনরুদ্ধারে!
প্রতিবেশী টেনে চলে গুণ
কলকাঠি নেড়ে চলে তলে তলে নিরন্তর অষ্টপ্রহর
ঘোলাজলে ফাঁদ পেতে মৎস শিকার
শোনা যায় ষড়যন্ত্রের অনুচ্চ স্বর পৃথিবীর অপর পিঠেও;
কিসের সংগঠন? কারা হয় সংগঠিত
পৃষ্ঠপোষক গুণটানা পক্ষ হতে অর্থের যোগান পেলে?
স্বজাতী সজাগ আজ, শিশু-বৃদ্ধ-জনগণ অতন্দ্র অনুক্ষণ
তোমাদের চলাচল, অশুভ অশ্লীল প্রত্যেক নড়াচড়া
কিছুমাত্র থাকেনা গোপন!
এবার ক্ষান্ত হও পাশে থাকা বন্ধু-স্বজন-প্রিয় প্রতিবেশী-
গুণটানা নৌকাটা ভাসবেনা আর যতই টানোনা কেনো
তোমাদের হাতে থাকা রক্তাক্ত স্বার্থের গুণ!