নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় দুলাল মিয়া (৬০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর বাজার সংলগ্ন কলমাকান্দি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া গোপালদী পৌরসভার উত্তর কলাগাছিয়া এলাকার জনৈক মিজানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সকালে তিনি যাত্রী নিয়ে অটোরিকশা চালিয়ে কলমাকান্দি ব্রিজের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করে।
স্থানীয় বাসিন্দারা জানান, গোপালদী-মোল্লারচর ও খাগকান্দা এলাকার সড়কগুলো দিয়ে প্রতিদিন শত শত বালুবাহী ট্রাক চলাচল করে। এসব ট্রাক অধিকাংশ সময় অতিরিক্ত বালু বোঝাই অবস্থায় উচ্চগতিতে চলাচল করে, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,
কিছুদিন আগে খাগকান্দা ইউনিয়নের পাচানী গ্রামে বালুবাহী ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছিল। কিন্তু প্রশাসনের নজরদারি এখনো দেখা যায় না।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।