ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫ ৮ কার্তিক ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




টঙ্গীতে নিখোঁজ মসজিদের ইমাম পঞ্চগড় থেকে উদ্ধার
গাজীপুর (মহানগর) সংবাদদাতা:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৪:৫৮ পিএম  (ভিজিটর : ১৮৭)
গাজীপুর মহানগরীর টঙ্গীর মরকুন বিটিসিএল টিএন্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মহিবুল্লাহ মিয়াজীকে পঞ্চগড় থেকে শিকলে হাত পা-বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।

গত শুক্রবার জুম্মার খুৎবায় ইসলামের আদর্শগত বয়ান করায় দুর্বৃত্তরা মাওলানা মহিবুল্লাহকে পর পর ১২টি চিঠি দিয়ে হুমকি দিয়ে আসছিল। পরবর্তীতে গত মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি নিখোঁজ হন।

বৃহস্পতিবার ভোরে পঞ্চগড় জেলার হিলির্বোড এলাকা শিকল দিয়ে হাত পা বাঁধা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়া পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন আজাদি আন্দোলন বাংলাদেশের আমির আতাউর রহমান বিক্রমপুরী।

তিনি জানান, পঞ্চগড়ের যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হোসেন তাকে ফোন করে জানান যে বৃহস্পতিবার ভোরে পঞ্চগড়ের হিলির্বোড বাজার এলাকায় একটি গাছের সাথে শিকল দিয়ে হাত পা বাঁধা অচেতন অবস্থায় মাওলানা মহিবুল্লাহকে দেখতে পান। পরে তিনি জাতীয় জরুরি সেবা '৯৯৯'এ ফোন করেন। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে টঙ্গী বিটিসিএল টিএন্ডটি কলোনী জামে মসজিদের মুসল্লীরা জানান, মাওলানা মহিবুল্লাহ চলমান সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ ও উগ্রপন্থি সংগঠনের কার্যক্রম নিয়ে জুমার খুৎবায় বয়ান করেন। ওই বয়ানের পর থেকে চিঠি পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। গত ২১ অক্টোবর পুনরায় তাকে হুমকি দেওয়া হয়। এরপর ২২ অক্টোবর (বুধবার) তিনি নিখোঁজ হয়।

নিখোঁজের ঘটনায় মাওলানা মোঃ মহিবুল্লাহর ছেলে মোঃ মোহামুদুল্লাহ বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অহিদুজ্জামান জানান, মাওলানা মহিবুল্লাহকে পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে। তাকে পঞ্চগড় থেকে টঙ্গীতে নিয়ে আসার কার্যক্রম শুরু করা হয়েছে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com