ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫ ৭ কার্তিক ১৪৩২
ই-পেপার বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




জামায়াত কখনই শক্তিশালী প্রতিনিধিত্ব করেনি : সারজিস
বগুড়ায় এনসিপির অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে উত্তেজনা
বগুড়া জেলা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫:৩৯ পিএম  (ভিজিটর : ৪০১)
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠান চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের ভেন্যু অডিটোরিয়ামের সামনে গাড়িবহরে হামলা চেষ্টার অভিযোগ করেছেন স্থানীয় নেতারা। 

সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির সাংগঠনিক সমন্বয় চলাকালে বাইরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি, বলছে পুলিশ। 

এদিকে কেন্দ্রীয় নেতার গাড়িবহর ও অনুষ্ঠানস্থলে ককটেল হামলার ঘটনায় শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারজিস আলম। তিনি জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন। দুপুরে অনুষ্ঠানে যোগ দেন এবং এনসিপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন। 

এনসিপি শ্রমিক উইং কেন্দ্রীয় সংগঠন ডা. আব্দুল্লাহ আল সানী জানান, অনুষ্ঠান চলাকালে আকস্মিক ভাবে ককটেল হামলা চালানো হয়েছে। জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে একাধিক ককটেল নিক্ষেপ করে। কেন্দ্রীয় নেতাকে হত্যা করতেই এই হামলা পরিকল্পিত। জড়িতদের শনাক্ত করে কঠোর পদক্ষেপ নিতে হবে। 

এনসিপি নেতারা জানান, বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে তাদের পূর্ব নির্ধারিত সভা ছিল। সেখানে সারজিস আলম, সাকিব মাহদীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। হঠাৎ বাইরে ককটেল বিস্ফোরণ হয়। কারা বিস্ফোরণ ঘটিয়েছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হুসেইন মোহাম্মদ রায়হান। 

এদিন বগুড়ায় এনসিপির অস্থায়ী কার্যালয় উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলটির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, বিগত সময়ে বিএনপি যখনই সরকার গঠন করেছে জোট সরকার ছিল, জামায়াত কখনই এরপূর্বে শক্তিশালীভাবে সংসদে প্রতিনিধিত্ব করতে পারেনি। এককভাবে কেউ শক্তিশালী নয়, আপাতত দৃষ্টিতে যা দেখা যায়, কিন্তু মাঠের বাস্তবতা পার্থক্য আছে। 

তিনি বলেন, এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথে যেমন লাগবে, সংসদেও প্রয়োজন। সেই লক্ষ্যে সাংগঠনিক শক্তি বাড়াতে কাজ করছি। আগামীর সংসদে তরুণরা যদি প্রতিনিধিত্ব করতে না পারে, তাহলে গতানুগতিক কালচার পরিবর্তন সম্ভব নয়। যারা জুলাই সনদ বাস্তবায়নসহ খুনিদের বিচারের জন্য কাজ করবে, তাদের সঙ্গে এনসিপি কাজ করবে।  জুলাই সনদের বাস্তবায়ন ও আইনগত ভিত্তির প্রশ্নে সকলে একপথে গেলেও এনসিপি সেই স্রোতে গা ভাসায়নি। এনসিপি জনগণের প্রশ্নে আপোষহীন থেকে সনদের আইনগত ভিত্তির নিশ্চয়তা চেয়েছে, যতক্ষণ পর্যন্ত নিশ্চয়তা না পাবে, ততক্ষণ পর্যন্ত জুলাই সনদে সাক্ষর থাকবে না।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com