হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্ধোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। বৃহস্পতিবার সকাল ১১ টায় বামৈ কলেজ রোড রাইসা কম্পিউটার ও ভূমি সেবা সহায়তা কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন।
ভূমি সেবা সহায়তা কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ, বামৈ ভূমি অফিসের তহশিলদার কৃপেন্দ্র চন্দ্র গোপ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার লোকজন।
উদ্ধোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রতিটি উপজেলায় একটি করে ভূমি সেবা সহায়তা কেন্দ্র করার অংশ হিসেবে আজ বামৈ কলেজ রোড রাইসা কম্পিউটার ও ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্ধোধন করা হয়েছে।
এই কেন্দ্রে লাখাই উপজেলার জনসাধারণ যার যার ভূমির কর, নামজারী, খতিয়ান (পর্চা) জমির নকশা সরকারীভাবে নির্ধারিত ফির মাধ্যমে ভূমি সেবা সহায়তা এই কেন্দ্রের মাধ্যমে সেবা দেয়া হবে।
সরকারের নির্ধারিত ফির বাহিরে কোন প্রকার অর্থ দাবী করলে এবং সুনির্দিষ্ট কোন অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।