সিরাজগঞ্জের কামারখন্দে ডেরা ফাস্টফুড রেস্টুরেন্টের ভেতরে উচ্চস্বরে গান বাজিয়ে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি নাইম হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) র্যাব-১২ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এর আগে, মঙ্গলবার ভোরে র্যাব-১২ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে কুমিল্লার তিতাস থানার জিয়ারকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাইম কামারখন্দ উপজেলার চর কামারখন্দ গ্রামের রহমত আলীর ছেলে।
র্যাব-১২ এর উপ-অধিনায়ক মো. আহসান হাবিব জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নাইমের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। তাকে কামারখন্দ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মামলার এজাহার অনুযায়ী, গত রোববার (১৯ অক্টোবর) মাদরাসা থেকে ফেরার পথে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে কয়েকজন জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে সেন্ট্রাল পার্কের পাশে ডেরা ফাস্ট ফুড রেস্টুরেন্টের পূর্ব সাইডে নাইম হোসেন তাকে ধর্ষণ করে।
এসময় তার সহযোগীরা রেস্টুরেন্টের গেটে পাহারা দেয় এবং উচ্চস্বরে গান বাজিয়ে রাখে, যাতে কান্নার শব্দ বাইরে না যায়। অচেতন অবস্থায় কিশোরীকে সিরাজগঞ্জ কমিউনিটি ক্লিনিকে পাওয়া যায় এবং পরে তাকে এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।