বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও বিশিষ্ট শিক্ষাবিদ ও উদ্ভাবক ড. কাজী তাইফ সাদাত সম্প্রতি রয়্যাল সোসাইটি অব আর্টস (RSA)-এর ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৭৫৪ সালে যুক্তরাজ্যের লন্ডনে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ বিদ্বৎসমাজ হিসেবে পরিচিত।
রয়্যাল সোসাইটি অব আর্টস (RSA) তার প্রভাবশালী চিন্তাবিদ, উদ্ভাবক এবং পরিবর্তনসাধক ব্যক্তিত্বদের নেটওয়ার্কের জন্য বিশ্বব্যাপী খ্যাত। গত দুই শতাব্দীরও বেশি সময় ধরে এই সমাজ মানব অগ্রগতির ধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জঝঅ-এর সম্মানিত ফেলোদের মধ্যে রয়েছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব স্টিফেন হকিং, মেরি কুরি এবং নেলসন ম্যান্ডেলা।
ড. সাদাতের RSA ফেলো হিসেবে নির্বাচিত হওয়া তাঁর শিক্ষা ক্ষেত্রে রূপান্তরমূলক নেতৃত্ব, উদ্ভাবন ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি। তিনি জাহান ইন্টারন্যাশনাল স্কুলে উদ্ভাবনী শিক্ষার মডেল প্রবর্তন করেছেন এবং উদীয়মান অর্থনীতির শিক্ষা সংস্কার নিয়ে তাঁর গবেষণা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে।
RSA ফেলো হিসেবে ড. সাদাত এখন এমন এক বিশ্বব্যাপী নেতৃত্ব ও চিন্তাবিদদের নেটওয়ার্কের অংশ, যারা সৃজনশীল সহযোগিতা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের মাধ্যমে বিশ্বের জটিল চ্যালেঞ্জগুলো সমাধানে কাজ করে যাচ্ছেন।