রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আজ পরিবেশ অধিদপ্তর কর্তৃক শব্দদূষণ, বায়ুদূষণ এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে মোট ৮৬ হাজারটাকা জরিমানা আদায়, ১টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
রাজধানীর হাতিরঝিল এলাকায় যানবাহন কর্তৃক সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে ২৮টি বাসের হাইড্রোলিক হর্ন অনুসন্ধান ও শব্দমাত্রা পরিমাপ করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘন করায় ৬টি মামলায় মোট ১৬ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।
একই দিনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে নারায়ণগঞ্জে অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার টি.এম. রাহসিন কবিরের নেতৃত্বে র্যাব-১১ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম কাশিপুর, ফতুল্লা এলাকায় এস. এম. প্যাকেজিং নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লংঘন এবং ১৫(১) ধারা মোতাবেক প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৮২৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ, ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।
এছাড়া, পঞ্চগড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া রোডস্থ সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিচালিত অভিযানে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহার করার অপরাধে ৩টি ট্রাকের চালককে মোট ১ হাজার পাঁচশত টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
তদুপরি, অনাবৃত ও অপরিচ্ছন্ন অবস্থায় নির্মাণ সামগ্রী পরিবহনের মাধ্যমে বায়ুদূষণ সৃষ্টির অপরাধে ২টি ট্রাকের চালককে ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন, পঞ্চগড়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলী।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ, বায়ুদূষণ এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণ রোধে সারা দেশে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।