রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে ড্রাইভিং লাইসেন্সধারী মোটরসাইকেল চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন অনু্ষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও সড়ক বিভাগের উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওয়াহাবপুর ইউনিয়নের দর্পনারায়ণপুর ফেলুর দোকান এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ আয়োজন করা হয়।
উদ্বোধনী অনু্ষ্ঠানে রাজবাড়ী জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, উপ-বিভাগীয় প্রকৌশলী তুষার আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী আশীষ কুমার রাহা, জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমানসহ দপ্তরটির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।