ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫ ৮ কার্তিক ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




দায়িত্ব গ্রহণের আগে শপথ নিলেন চাকসুর নির্বাচিত প্রতিনিধিরা
চট্টগ্রাম ব্যুরো:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:৫৯ পিএম  (ভিজিটর : ৩৬)
শপথ নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদে নির্বাচিত প্রতিনিধিরা।আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। 

শপথবাক্য পাঠ করান চাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াহ্ইয়া আখতার।অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদের ২৬ জন নির্বাচিত প্রতিনিধি শপথ নেন।এছাড়া ১৪টি হল ও একটি হোস্টেল সংসদের মোট ২৩৬ জন প্রতিনিধি শপথ নেওয়ার কথা থাকলেও অনেকেই উপস্থিত ছিলেন না।

চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী বলেন, চাকসু নির্বাচন কমিশনের শেষ কাজ হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করানো। আমরা সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে শপথ অনুষ্ঠানটি খুব সুন্দর পরিবেশে সম্পন্ন করেছি। এর মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ হলো।

জানা গেছে, চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬ পদের মধ্যে ২৪টিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘স¤প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। একটি পদে জয়ী হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এবং একটি পদে জয়ী হন ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থী।

ভিপি হিসেবে শপথ নেন ছাত্রশিবির প্যানেল থেকে নির্বাচিত ইব্রাহিম হোসেন রনি এবং জিএস পদে সাঈদ বিন হাবিব। এজিএস পদে শপথ নেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।

১৮টি সম্পাদকীয় পদের মধ্যে ১৭টিতেই জয়ী হয়ে শপথ নেন শিবির প্যানেলের প্রার্থীরা। তারা হলেন-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক তানভীর আনজুম শোভন, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান, স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার সম্পাদক তাওহিদ রাব্বি এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ।

সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে নির্বাচিত তামান্না মাহবুব প্রীতি শপথ নেন। এছাড়া ৫টি নির্বাহী সদস্য পদে শপথ নেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, সোহানুর রহমান ও আদনান শরীফ। তবে বুয়েট শিক্ষার্থীর ধর্ষণের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তোপের মুখে পড়া নির্বাহী সদস্য আকাশ দাস শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য বরাদ্দ রয়েছে ১০টি হল ও একটি হোস্টেল। ছাত্রীদের জন্য রয়েছে ৫টি হল। ১৪টি হল সংসদে ১৬ জন করে প্রতিনিধি এবং একটি হোস্টেল সংসদে ১২ জনসহ মোট ২৩৬ জন প্রতিনিধি নির্বাচিত হন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com