কক্সবাজার রামু থানার কাউয়ারখোপ এলাকায় নৃশংস হত্যাকান্ডসহ গরু ডাকাতি ঘটনার মূল হত্যাকারী মসজিদের মুয়াজ্জিন ছদ্মবেশী ইকবাল’কে চট্টগ্রাম বাঁশখালী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২১ অক্টোবর) ভোরে উক্ত চৌকস আভিযানিক দলটি চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার সরল ইউনিয়নের হাজিরখীল এলাকায় অভিযান পরিচালনা করেন।গ্রেপ্তারকৃতইকবাল হোসেন (২২) কক্সবাজার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড, গাছুয়াপাড়া এলাকার - মৃত হোসেন'র পুত্র।
আজ সকাল ১১ টার দিকে কক্সবাজার র্যাব ১৫'র সহকারী পরিচালক ল' মিডিয়া অফিসার আ. ম. ফারুক'র স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়।
গত ০৩ জুন ২০২৫ খ্রিঃ মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে ডাকাত জাহিদসহ তার দলের সদস্যরা একত্রিত হয়ে কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় স্থানীয় লোকেরা কোরবানির গরু নিয়ে ফেরার পথে হামলা চালায়।
এতে ডাকাত দলের ছুরিকাঘাতে পারভেজ (১৭) নামে এক কিশোর নিহত হয়। এ ঘটনায় কক্সবাজারসহ সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় মামলা রুজু করে।
এরই ধারাবাহিকতায় আসামিদেরকে গ্রেফতার করার লক্ষ্যে কক্সবাজার র্যাব ১৫, সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে জানতে পারেন যে, এজাহারনামীয় ২নং আসামী ইকবাল মসজিদের মুয়াজ্জিন ছদ্মবেশ ধারণ করে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন সরল ইউনিয়নের হাজীরখিল এলাকায় অবস্থান করছে।
পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে উক্ত চৌকস আভিযানিক দলটি চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার সরল ইউনিয়নের হাজিরখীল এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ইকবালকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ডাকাত জাহিদের দলের সদস্য বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য রামু থানায় সোপর্দ করা হয়েছে।