প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম (ভিজিটর : ৭৭০)
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব কবি রেজাউদ্দিন স্টালিন বলেছেন শিল্পকলার কার্যক্রম ঢাকাকেন্দ্রিক হয়ে গেছে। সেটাকে বিকেন্দ্রীকরণ করে আরও কার্যকর, সুন্দর ও উজ্জ্বল করতে চাই। আমরা একটি উন্নয়নশীল দেশ, অর্থনৈতিক সামর্থ্যরে মধ্য থেকে দেশকে বিনির্মাণ ও পুনঃগঠন করব। আমরা জানি পূর্বে রাজনৈতিক মদদপুষ্ট মানুষের একটি শ্রেণি এখানে বিশেষ কদর পেয়েছে।
আমরা এই বৈষম্য করব না। যখন এই বৈষম্য দূর করতে পারব তখন একটি ঐকমত্যের জায়গায় পৌঁছতে পারব। আমরা সে ঐকমত্য প্রতিষ্ঠা করতে চাই। তিনি বলেন, শিল্পীদের মধ্যে বিভেদ থাকলে জাতি মননশীল হয় না, সৃষ্টিশীল হয় না উন্নত হয় না। সামর্থ্যরে মধ্য থেকে শিল্পকলাকে বৈষম্যহীন জায়গায় দাঁড় করাতে চাই। আমাদের নিজস্ব সংস্কৃতির বিকাশ ঘটাতে চাই।
আজ সারেঙ সাহিত্য সভার পক্ষ থেকে শিল্পকলা একাডেমিতে শুভেচ্ছা জানানোর সময় কবি রেজাউদ্দিন স্টালিন এসব কথা বলেন। এ সময় সারেঙ সম্পাদক আবদুর রহমান মল্লিক, কবি ও সাংবাদিক নাসরীন গীতি, কবি সুজন বিশ্বাস, লেখক সফিকুল হাসান সোহেল, সাংবাদিক কৃষ্ণা বাগচী প্রমুখ উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলেন, শিল্পকলা একাডেমির বিগত কার্যক্রমে দেখেছি শিল্পকলা একাডেমির যারা স্টেকহোল্ডার তাদের মধ্যে কিছুটা অসন্তোষ রয়েছে যে তারা শিল্পকলায় এসে তাদের অধিকার পাননি। সেসব জায়গাগুলোতে আমরা কিউর করব। প্রতিটি বিভাগকে আরও সচল করব। আমরা সংগীত, নৃত্য, আবৃত্তির উৎসব করব। অর্থাৎ শিল্পকলা একাডেমি হবে আমাদের উৎসবের আড়ম্বরপূর্ণ একটা বড় জায়গা। শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী নৃত্যশিল্পী সংগীতশিল্পী চারুশিল্পী, যাত্রাশিল্পী নাট্যশিল্পী সবাই এখানে কাজ করবে। তারা প্রশিক্ষণ পাবে। জাতির মানসিক সুস্থতার জন্য যেন তারা কাজ করতে পারে। যারা সংস্কৃতির জায়গা বিনির্মাণ করে তাদের মূল্যায়ন করা হবে।
কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, শিল্পকলা একাডেমি থেকে যাদের পুরস্কার দেই তাদের সাথে আবৃত্তিশিল্পী ও সাহিত্যিকদের সম্পৃক্ত করতে চাই। কবি সাহিত্যিকরা একাধিক প্রতিষ্ঠান থেকে পুরস্কার পেতে পারেন। শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, শিশু একাডেমি, যাদুঘর এসব প্রতিষ্ঠান কবি সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা দিতে পারে। যেটি উন্নত বিশ্বে হয়ে থাকে। আমরা সেই লক্ষ্যে অগ্রসর হব। তারা যদি শিল্পকলা নিয়ে গবেষণা করতে চান সে সুযোগ করে দিব।