প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪:৪১ পিএম আপডেট: ১৯.১০.২০২৫ ৪:৪৭ পিএম (ভিজিটর : ৬২০)
কবি লেখক ও গবেষক কাজী জহিরুল ইসলাম বলেছেন, আমাদের সমাজে খারাপ মানুষেরা ভালো মানুষের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। আমরা নৈতিকতা বিসর্জন দিব না। মিথ্যার ভিড়ে নিজেকে হারিয়ে ফেলব না। সত্যটাকে জ্বালিয়ে রাখব। আমাদের দায়িত্ব হচ্ছে খারাপ মানুষের গা থেকে ভালো মানুষের পোশাক খুলে ভালো মানুষের গায়ে পরিয়ে দেওয়া। বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা আশাবাদী হয়ে উঠেছিলাম একটি বৈষম্যবিরোধী রাষ্ট্র গড়ে উঠবে, মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছে না। তারা কাজ করে তাদের দলীয় দৃষ্টিভঙ্গী নিয়ে। যে কারণে একটি ভালো রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হচ্ছে না। রাষ্ট্রে আমাদের মর্যাদা নেই। রাষ্ট্র আমাদের প্রজা মনে করে। তবুও মন্দের ভালো, একটি জুলাই সনদ হয়েছে। আমরা আশাবাদী হতে চাই দেশে একদিন সুশাসন আসবে।
তিনি বলেন, দীর্ঘদিনের অপশাসনের মধ্যদিয়ে শিল্প-সাহিত্যও দুর্বৃত্তায়িত হযেছে। সমাজে ভালো কথাগুলোকে ছড়িয়ে দিতে হবে। ভালো কথা যদি সত্যিই ভালো কথা হয়ে তবে সেটি ছড়াবেই। সোস্যাল মিডিয়াকে ভালো কথা ছড়ানোর কাজে ব্যবহার করতে হবে। নিজেদের মধ্যে শুদ্ধতা তৈরি করতে হবে। বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমির মতো প্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত করতে হবে। মেধার চর্চা শুরু করতে হবে। প্রকৃত ভালো লেখকদের পুরস্কৃত করতে হবে। তাহলেই মেধা মননে দেশ এগিয়ে যাবে।
তিনি আজ রোববার রাজধানীর মালিবাগে সারেঙ আয়োজিত সাহিত্য সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন। সারেঙ সম্পাদক আবদুর রহমান মল্লিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, লেখক ও শিক্ষক ফজলুল হক খান, কবি ও সাংবাদিক নাসরীন গীতি, কবি সুজন বিশ্বাস, সাংবাদিক সাহিদুল ইসলাম, সফিকুল ইসলাম সোহেল প্রমুখ।