
নবীন-প্রবীণ কবি-সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে গত ৪ অক্টোবর বাশিকপে কবি আরিফ মঈনুদ্দীনের সভাপতিত্বে কবি ও শিশুসাহিত্যিক সুমন রায়হানকে মধ্যমণি করে অনুষ্ঠিত হয়েছে ১২২তম কাব্যকথা সাহিত্য আড্ডা। অনুষ্ঠানে ছিল আলোচনা, স্বরচিত কবিতা, ছড়া, অণুগল্প ও পুঁথিপাঠ। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আশির অন্যতম কথাশিল্পী, প্রাবিন্ধিক ও গবেষক কবি সোলায়মান আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশির অন্যতম কথাশিল্পী, প্রাবিন্ধিক ও ছন্দ বিজ্ঞানী কবি হাসান আলীম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের সাধারণ সম্পাদক ও দৈনিক সুরমা মেইলের সম্পাদক, বাসসের প্রতিনিধি কথাশিল্পী সেলিম আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম কলেজের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, প্রফেসর মো. আমির হোসেন, অধ্যক্ষ কবি হারিস মিজান, ইসলামী লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম, দৈনিক ইনকিলাবে মফস্বল বিভাগীয় প্রধান ও সিনিয়র সাংবাদিক কবি আলম শামস। পঠিত লেখার উপর আলোচনা করেন অধ্যাপক কবি আহমেদ মঈন। মধ্যমণিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য ও স্বরচিত কবিতা পাঠ করেন- কবি মনিরুজ্জামান পলাশ, কবি জানে আলম, কবি এমএ করিম, কবি তাজ ইসলাম, কবি সাহেদ বিপ্লব, কবি কাজী সেকান্দার, কবি মিযানুর রহমান জামীল, কবি নূর মোহাম্মদ, কবি আব্দুস সালাম চৌধুরী, কবি কবির ভূইয়া, কবি আতিকুজ্জামান খান, কবি রানা হামিদ, কবি সরদার আব্বাস উদ্দিন, কবি আমিনুল ইসলাম হুসাইনী, উপন্যাসিক সায়ীদ উসমান, কবি ইরানী সুলতানা, কবি ইসমত আরা, কবি মাহমুদা পাখি, কবি লিজা, কবি দেলোয়ার হোসাইন, কবি রহমত উল্লাহ, মো. শাকিল সরকার প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন তিতাস উপজেলা সচেতন নাগরিক সমাজের সভাপতি ও ইসলামী ব্যাংক কর্মকর্তা আমীর হোসেন। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সৈয়দ মাহবুবুল আলম, বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, প্রকৌশলী আ: বাতেন, কবি জাবেদ হোসাইন, লোকসাহিত্য গবেষক সফিকুল হাসান সোহেল, আজহারুল ইসলাম খান, কবিপত্নী তাহমিনা আক্তার, কবিপুত্র সাজিদ রায়হান প্রমূখ। সংগীত পরিবেশন করেন কবি ও কণ্ঠশিল্পী শাঈদ ফারসী, গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন পুঁথিসম্রাট খ্যাত কবি জালাল খান ইউসুফী। অনুষ্ঠানের মধ্যমণি কবি সুমন রায়হান একাদারে একজন কবি, ছড়াকার, গল্পকার, সংগঠক ও শিশুসাহিত্যিক। ইতোমধ্যে তার লেখা গান সিডি চয়েসসহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে বের হয়েছে। ক্লোজআপ ওয়ান তারকাসমৃদ্ধ একক এলবাম সাড়ে তিন হাত মাটি প্রকাশিত হয়েছে ধুমকেতু থেকে। তিনি মেঘের মেয়ে বৃষ্টি, কিশোর কাব্যগ্রন্থ এর জন্য কাব্যকথা সাহিত্য পরিষদের প্রথম জাতীয় সাহিত্য উৎসব থেকে জাতীয় সাহিত্য সম্মাননা-২০১৫ লাভ করেছেন। সামাজিক সংগঠন এসফা ও জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশন কতৃক পেয়েছেন বিশেষ সম্মাননা। তার প্রকাশিত গ্রন্থ, মহাসত্যের মুখোমুখি, কবিতাগ্রন্থ ২০০৩। মেঘের মেয়ে বৃষ্টি, ছড়াগ্রন্থ ২০১৩। একটুখানি খোঁচা, ছড়াগ্রন্থ ২০১৪। তিন চাকার সাইকেল, ছোটদের গল্পগ্রন্থ ২০১৫। সভ্যতার শিল্পী, ছড়াগ্রন্থ ২০১৭। সুন্দরবনে বাঘ দেখা, ছড়াগল্প ২০১৮। ভাল্লাগে না ঘরের বউ, ছড়া ২০১৯। রোদে ভাজা বোধ, ছড়াগ্রন্থ- ২০২৪ ইত্যাদি।