প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২১ এএম (ভিজিটর : ৩৪১)
নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের অদূরে একটি পাকা রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে মান্দা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।
স্থানীয় সূত্র অনুযায়ী, সকালে কৃষকরা ক্ষেতে যাওয়ার সময় লাশটি দেখতে পান। তারা জানান, লাশটি দেখে মনে হচ্ছে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে ফেলে রাখা হয়েছে। নিহত নারীর শরীরে আঘাতের কোনো চিহ্ন আছে কিনা বা তাকে কীভাবে হত্যা করা হয়েছে, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি এবং লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি একটি রহস্যজনক ঘটনা। আমরা লাশের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি এবং এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছি।" তিনি আরও বলেন, "ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এলাকাবাসী এই ঘটনায় আতঙ্কিত এবং ক্ষুব্ধ। তারা দ্রুত এই ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশের কাছে জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, এমন ঘটনা এই এলাকায় সচরাচর ঘটে না, যা তাদের মধ্যে ভয়ের সৃষ্টি করেছে। পুলিশ এই ঘটনার পেছনের কারণ উদঘাটনে এবং অপরাধীদের চিহ্নিত করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।