ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫ ৫ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



ফখরুলের বিরুদ্ধে স্লোগান দেওয়া পৌর বিএনপির সেই নেতাকে বহিষ্কার
রাজবাড়ী জেলা সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১:৩১ পিএম  (ভিজিটর : ২৯৪)
রাজবাড়ীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার অভিযোগে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীর কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করার পর এবার সেই নেতাকে বহিষ্কারাদেশ দিয়েছে রাজবাড়ী জেলা বিএনপি।

সোমবার দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী লিয়াকত আলী বাবু স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

সেখানে উল্লেখ করা হয়, গত রোববার রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে রাজবাড়ী-১ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে পৌর বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে একটি মিছিল শুরু করেন আকমল হোসেন চৌধুরী। এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় জেলা বিএনপির পক্ষে তাকে একটি কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়।

এমন স্লোগানকে নোটিশে “নিন্দনীয়, দলীয় শিষ্টাচারবিরোধী এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ” হিসেবে উল্লেখ করা হয়েছে। একজন দায়িত্বশীল নেতা হয়েও আকমল হোসেন চৌধুরী অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন এবং দলীয় শৃঙ্খলার মারাত্মক লঙ্ঘন করেছেন বলেও উল্লেখ করা হয়েছে নোটিশটিতে।

বহিষ্কার নোটিশে উল্লেখ করা হয়েছে, রাজবাড়ী পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে ২৪ ঘন্টার মধ্যে (সোমবার) এবিষয়ে  উপযুক্ত কারণ লিখিতভাবে দর্শাইতে বলা হয়। তিনি লিখিত আকারে কারণ জানিয়েছেন। তবে সে কারণগুলো জেলা বিএনপি'র কাছে উপযুক্ত ও যৌক্তিক বলে মনে হয় নি। তাই তাকে পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক পদসহ স্থানীয় সকল পদ থেকে বহিষ্কার করা হলো।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com