প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩:৫৪ পিএম (ভিজিটর : ৪২)
দাগনভূঞা বাজার ও বেকের বাজারের বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার দাগনভূঞা ও পৌর প্রশাসক শাহিদুল ইসলাম।
নির্বাহীকালীন সরেজমিনে ঘুরে দেখা যায় ভয়াবহ অবস্থা অনুমোদনবিহীন বিদেশি ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ ছাড়াও লাইসেন্সবিহীন ফার্মেসিও পাওয়া যায় ।
এরকম চারটি ফার্মেসিকে মোবাইল কোর্টের মাধ্যমে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুসারে ২৫ হাজার টাকা অর্থদন্ড দন্ডিত করা হয়,মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে ধ্বংস করা হয় ।
মোবাইল কোর্টে সহায়তা করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর, ফেনীর সহকারী পরিচালক ও দাগনভূঞা থানা পুলিশ।