ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫ ৫ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আনসার বাহিনীর প্রস্তুুত
ফেনী জেলা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১:২৩ পিএম  (ভিজিটর : ৫৮)
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ আনসার বাহিনী প্রস্তুুত রয়েছে বলে মন্তব্য করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহাঃ মাহবুবুর রহমান (পিএএমএস, পিভিএমএস)।

১৯ নভেম্বর বুধবার সকালে ফেনী জেলা আনসার ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে, উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সঠিক দায়িত্ব পালনে আনসার বাহিনীর সুনাম অনেক দূরে এগিয়ে যাবে বলে আশা করছি, সরকারের গুরুত্বপূর্ণ এ নির্বাচন আনসার বাহিনীর জন্য অতীতের যে কোন নির্বাচনের চেয়ে একটি চ্যালেঞ্জিং নির্বাচন এ জন্য সরকার সারাদেশে তরুন প্রজন্মের শিক্ষিত বেকার উদ্যামী যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলছে। এই প্রশিক্ষণকে দেশের কাজে লাগাতে হবে। বেকার যুবকদের নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার আনসার ভিডিপির সদস্যদের কম্পিউটার, সেলাই, অস্ত্র, সহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তুলছে। 

আগামী নির্বাচনে আনসার বাহিনীর সারাদেশে সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্র মনিটরিং করা হবে।কোন কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটলে সাথে সাথে অত্র এলাকায় অন্য আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা ঐ সমস্ত কেন্দ্রে পৌঁছে যাবে। এ সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট  জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার অথবা দায়িত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তার কাছে ম্যাসেজ চলে যাবে। আপনাদের মনে রাখতে হবে। একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আনসার বাহিনীর প্রধান চ্যালেঞ্জ। 

আমরা আনসার বাহিনী যদি সুস্থ ভাবে প্রতিটি কেন্দ্রে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারি। কেন্দ্রে দায়িত্বে অন্য বাহিনী ও তাদের দায়িত্ব পালনে সাহস পাবে। আনসার বাহিনীর আন্তরিকতা ও পরিশ্রম একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব। 

অনুষ্ঠানে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষীপুর, ব্রামণ বাড়ীয়া, সহ ৬ টি জেলার বিভিন্ন উপজেলায় মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন ও বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জ পরিচালক  মোহাঃ মাহবুবুর রহমান (পিএএমএস, পিভিএমএস)এসময় ফেনী জেলা আনসার কমান্ড্যন্ট মো: হেলান উদ্দন ও জেলা এডজুটেন্ট বিবি কুলসুম উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ১ হাজার ৫ শত প্রশিক্ষনার্থীকে পুরস্কার তুলে দেওয়া হয়। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com