প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩:৩৩ পিএম (ভিজিটর : ৫৫)
ভৈরবে ট্রাক ভর্তি (২শত ৪০ বস্তা) ৭ হাজার ২ শ কেজি ভারতীয় জিরা ( যাহার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ ৪০ হাজার টাকা) সহ চোরা কারবারি কে গ্রেফতার করেছে র্যাব -১৪। গ্রেফতার কৃত ট্রাক চালকের নাম মোঃ ইউসুফ আলী (৩৩)। গ্রেফতারকৃতের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করেছে।
প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১৪ সিপিসি-২ এর একটি দল ভৈরবে নাটালের মোড়স্থ ঢাকা সিলেট মহাসড়কে ঢাকাগামী লেনের উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশী অভিযান পরিচালনাকালে ঢাকাগামী একটি মালাবাহি ট্রাক থামার সিগনাল দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত চোরাকারবারি মোঃ ইউসুফ আলী কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। পরে চোরাকারবারিকে জিজ্ঞাসা বাদে কাঠের গুড়ুা এবং ধানের খোসাভর্তি বস্তার নিচে চোরাইপণ্য জিরা থাকার কথা স্বীকার করলে ২৪০ (দুইশত চল্লিশ) বস্তা ভারতীয় জিরা (ওজন ৭২০০ কেজি), উদ্ধার পুর্বক পণ্যবাহি ট্রাক, ০১টি মোবাইল ফোন এবং ক্রয়/বিক্রয়ের নগদ ৪,১৯৫/-(চার হাজার একশত পচানব্বই) টাকা জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত চোরাচালান পণ্যের আনুমানিক বাজার মূল্য ৫০,৪০,০০০/-(পঞ্চাশ লাখ চল্লিশ হাজার) টাকা।এ ঘটনায় র্যাব বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করে আসামীসহ আলামত হস্তান্তর করা হয়েছে।