প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:৩০ পিএম (ভিজিটর : ১৭৯)
নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) নিজ নির্বাচনী এলাকায় পথ সভায় বক্তব্যকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, গত কয়েক বছরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে মাদক ও জুয়া ভরে গেছে। আমি আমার নির্বাচনী এলাকায় মাদক দেখতে চাই না।
নেত্রকোণা-৪ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর রোববার নেত্রকোণার মদন উপজেলার বিভিন্ন গ্রামে ও শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করছেন।
মনোনয়ন পেয়ে গত শুক্রবার প্রথম নিজ এলাকায় আসেন তিনি। ওই দিন মদন উপজেলার পাবলিক হল মুক্ত মঞ্চে লুৎফুজ্জামান বাবরকে গণসংবর্ধনা দেওয়া হয়। গতকাল শনিবার উপজেলার বিভিন্ন গ্রাম, হাট,বাজারে গণসংযোগ করে ধানের শীষে ভোট চান তিনি।