প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৩:৫৪ পিএম (ভিজিটর : ৩০২)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দিতে অনুরোধ করেছে সৌদি আরবের প্রবাসীরা। গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলা থেকে স্থানীয় ও জনপ্রিয় প্রার্থীকে চান বহির্বিশ্বে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধারা।
বক্তারা বলেন, মহান জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনের স্থানীয় জনপ্রতিনিধিরা প্রতিনিধিত্ব না করায় দেশের অন্যান্য উপজেলা থেকে এখনো হাজারগুন পিছিয়ে রয়েছে দেশের সীমান্তবর্তী জনপদ গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা। শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য সেবার অনুন্নয়ন সহ সীমান্তবর্তী এ জনপদে লক্ষ লক্ষ মানুষ বেকারত্বের অভিশাপে দিনাতিপাত করছেন। প্রাকৃতিক সম্পদের গর্ভধারিণী এ জনপদ পর্যটনের সম্ভাবনাময় অঞ্চল থাকাসত্ত্বেও স্থানীয় জনপ্রতিনিধির অভাবে পর্যটনের বিকাশ হচ্ছেনা। এ জনপদে ভোলাগঞ্জ, জাফলং, উৎমা ছড়া,বিছনাকান্দি, ও শ্রীপুর পাথর কোয়ারি হওয়ায় বরাবরই জাতীয় সংসদ নির্বাচনে শকুনের নজর পড়ে। এবারের নির্বাচনে স্থানীয় প্রার্থী না দিলে তিন উপজেলার বহির্বিশ্বে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধারা ও তাদের পরিবার পরিজন ঐক্যবদ্ধ ভাবে ভোট বর্জন করবে বলে জানা গেছে। জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হলেও বহিরাগত প্রার্থীর কারণে হয়তো আবার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলাবাসী ভোট দেওয়া থেকে বঞ্চিত হবেন। বক্তারা আরও বলেন বিএনপিকে সিলেট -৪ আসন পেতে হলে স্থানীয় নেতাদের মধ্য থেকে দলের একজন জনপ্রিয় মুখকে বিএনপির দলীয় মনোনয়ন দিতে হবে , যিনি তৃণমূল পর্যায়ে বিএনপি ও সহযোগী সংগঠনকে শক্তিশালী গড়ে তুলেছেন। তাঁর নেতৃত্বে সিলেট -৪ আসন বিএনপি নতুন উদ্যম ও ঐক্য ফিরে পেয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩ টায় সৌদি আরবের মক্কা নগরীর কাকিয়া এলাকায় একটি অভিজাত হোটেলে সিলেট- ৪(গোয়াইনঘাট কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের) সাধারন প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ফয়সল আহমদ। সৌদি প্রবাসী আলী হায়দার চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা বদরুল ইসলাম, রায়হান পারভেজ, কাওসার আহমদ,সোহেল আহমদ, শাহেদ আহমেদ, ওলিউর রহমান, ইমন মিয়া,জয়নাল আবেদীন ফারুক আহমদ, লোকমান উদ্দিন, হেলাল উদ্দিন প্রমুখ।