ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫ ৫ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



টার্গেট কিলিং-অগ্নি সন্ত্রাসে অনিরাপদ মানুষের জীবন : রুহুল আমিন হাওলাদার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৫৪ এএম  (ভিজিটর : ২১)
জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, সারাদেশে সন্ত্রাস, হত্যা, চাঁদাবাজির পাশাপাশি বেপরোয়া গতিতে চলছে টার্গেট কিলিং। যে টার্গেট কিলিংয়ে শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সকল পেশার মানুষ। সে সঙ্গে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে অগ্নি সন্ত্রাস ও পেট্রোল বোমাবাজি। এসবের কারণে আজ রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষের জীবন অনিরাপদ হয়ে উঠেছে। সাধারণ মানুষ তাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাচ্ছে না। শুধু রাজধানীতে গত দশ মাসে ১৫৮ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
এছাড়া সারাদেশে, বিশেষ করে চট্টগ্রামের রাউজান, খুলনা সহ দেশের প্রায় সব জেলা উপজেলায় প্রায়ই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে ঢাকা ছাড়াও গাজীপুর ময়মনসিংহ, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বোমাবাজি, গাড়িতে অগ্নি  সংযোগের ঘটনা সাধারণ মানুষকে উদ্বিগ্ন করেছে। জাতীয় পার্টির সবসময় এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ, অগ্নি সন্ত্রাস, বোমাবাজি, মানুষ হত্যা সহ সকল ধরনের সহিংসতা মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে। সরকারের উচিত যারা এই সকল কর্মকান্ডের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। 

আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো : চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান খান, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নূরুল ইসলাম ওমর, সম্পাদক মন্ডলীর সদস্য জিয়া উর রহমান বিপুল,সৈয়দ সিরাজুল আরেফিন মাসুম, জামাল হোসেন বক্তব্য রাখেন। 

উল্লেখ্য বগুড়া থেকে নির্বাচিত দুই বারের সাবেক এমপি নুরুল ইসলাম ওমর বুধবার আনুষ্ঠানিকভাবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। 

এ সময় রুহুল আমিন হাওলাদার আরো বলেন, পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে আর কাউকে    ব্র্যাকেটবন্দি করতে দেবো না। পল্লীবন্ধু এরশাদ প্রেমিক সকল নেতাকর্মী সমর্থকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী জাতীয় পার্টি গড়ে তোলা হবে। জাতীয় পার্টিকে ছাড়া আগামীর বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না। যারা জাতীয় পার্টিকে রাজনীতি থেকে দূরে সরাতে চাই, সময়ের ব্যবধানে একদিন তারাই এ দেশের রাজনীতি থেকে মুছে যাবে। জাতীয় পার্টির রাজনীতি এদেশের সাধারণ মানুষের সঙ্গে।জাতীয় পার্টির শিকড় অনেক গভীরে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com