ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫ ৫ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



দেশে ফিরেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিঃস্ব সৌদিফেরত যুবক
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৫:৩৪ পিএম  (ভিজিটর : ৮১)

জামালপুরের মাদারগঞ্জের সৌদি আরব ফেরত যুবককে অজ্ঞান করে মালামাল লুট' জ্ঞান ফিরলো ৬০ ঘন্টা পর।  

মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের বীরপাকেরদহ এলাকার মোয়াজ্জেম হোসেন এর ছেলে মন্টু মিয়া এ ঘটনার স্বিকার হয়েছেন। 

পরিবার সূত্রে জানা গেছে পরিবার-পরিজনদের মুখে হাসি ফুটাতে  গত ২০২৩ সালের মাঝামাঝি সময়ে পাড়ি জমিয়েছিলেন  সৌদি আরব। 

অত্র উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর এলাকার ঘটু মিয়ার ছেলে দালাল মিন্টু'র মাধ্যমে। কোম্পানির ভালো কাজ দেওয়ার লোভ দেখিয়ে সাড়ে ৫ লাখ টাকার চুক্তি হয়। স্ত্রী ও এক ছেলে ও এক মেয়েকে নিয়ে  অভাব অনটনের সংসারে ঋণ করে সাড়ে ৪ লাখ টাকা নগদ দালাল মিন্টুর হাতে তুলে দেয়।  সৌদি যাওয়ার পর কোন ও কাজ দিতে পারেনি ওই দালাল। অবশেষে অর্ধাহারে অনহারে থেকে পালিয়ে পালিয়ে নিজেই অবৈধভাবে কাজ করে। ওই দেশে থেকেই চুক্তির ১ লাখ টাকা নিয়ে নেয় দালাল মিন্টু।  কিছু টাকা পরিবারের কাছে পাঠালেও সংসার চালাতেই হিমসিম তারমধ্যে ঋনের বোঝা। 

 আকামা না পাওয়ায় অবৈধভাবে কাজ করতে গিয়ে ১৬ দিন সৌদি আরবে জেল খানায় থাকেন।  গত বৃহস্পতিবার জেল থেকে মুক্তি দিয়ে প্রবাসী মন্টু কে দেশে ফেরত পাঠায় সৌদি সরকার।  

শুক্রবার সকাল ৭ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিএনজি যোগে ঢাকায় আত্মীয়ের বাসায় রওনা হওয়ার পথে অজ্ঞান পার্টি নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে সব লুট করে নিয়ে যায়।  সাথে ছিল দুইটি মোবাইল, সৌদির ৭শ রিয়াল টাকা, প্রয়োজনীয় কাগজপত্র।  পাসপোর্ট সহ অচেতন অবস্থায় ঢাকার ল্যাব ওয়ান হাসপাতালের সামনে রেখে যায় অজ্ঞান পার্টি। 

টাকা হাওলাদ করে ঢাকা ল্যাব ওয়ান হাসপাতাল থেকে অচেতন অবস্থায় এ্যাম্বোল্যেন্সে বাড়ী নিয়ে আসে মন্টু কে। 

বাড়ীতে এসে ৬০ ঘন্টা পর রোববার রাতে জ্ঞান ফিরে  সৌদি আরব প্রবাসী যুবক মন্টু'র।  

এ ব্যাপারে ভুক্তভোগী প্রবাসী যুবক মন্টু'র কাছে জানতে চাইলে তিনি জানান, দালাল মির্জাপুর এলাকার মিন্টুর মাধ্যমে বিদেশ গিয়ে কাজ না দিয়ে আমার সাথে প্রতারণা করেছে। পালিয়ে পালিয়ে কাজ করে অর্ধাহারে অনাহারে থেকেছি।  ঋন করে বিদেশ গিয়ে ১৬ দিন জেল খেটে দেশে এসেও ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির কবলে পড়ে সব শেষ করে আমারে নিঃস্ব করে দিয়েছে। জায়গা জমি বাড়ীঘর কিছুই নেই। ঋনের বোঝা নিয়ে  বর্তমানে আত্মীয় বাড়ীতে আশ্রয় নিয়ে আছি স্ত্রীসহ সন্তানদের নিয়ে। সরকারি সহযোগিতা ও প্রবাসী সংগঠন এবং বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি।  





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com