ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫ ৫ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ : জেলা প্রশাসক মো. সায়েমুজ্জামান
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৪৮ এএম  (ভিজিটর : ১৯)
‘দেশে নির্বাচন হবে। আর এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্যই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। দূর্নীতির বিষয়ে আমি জিরো টলারেন্স নীতি অনুসরণ করব। আপনারা আমার সাবেক সহকর্মী হিসেবে পাশে থাকবেন। আপনারা আমাকে পরামর্শ দেবেন এবং সহযোগিতা করবেন।’ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান মতবিনিময় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “দূর্নীতি মুক্ত জেলা প্রশাসন চাই। তথ্য যত উন্মুক্ত হবে, দূর্নীতি তত কম হবে। সাংবাদিকদের সুবিধার জন্য আমি একটি মিডিয়া সেল গঠন করব, যাতে আপনি সহজে কোন হয়রানি ছাড়াই তথ্য পেতে পারেন। পঞ্চগড়ে কর্মরত সাংবাদিকদের জন্য আর্থিকভাবে কিছু করার চেষ্টা করব। কারণ সাংবাদিকদেরকে তাদের কর্তৃপক্ষ সাধারণত কোন সুযোগ-সুবিধা দেয়না। আমি নিজে ১০ বছর সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলাম, তাই সাংবাদিকদের সমস্যা ও সুযোগ-সুবিধা সম্পর্কে ভালোভাবে জানি।” এছাড়াও তিনি পঞ্চগড়কে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আশা করছি, আপনারা আমার পাশে থাকবেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসান, বাংলাভিশন টেলিভিশনের প্রতিনিধি মোশাররফ হোসেন, বাংলাদেশ প্রতিদন ও নিউজ২৪ টেলিভিশনের প্রতিনিধি সরকার হায়দার, সমকাল ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সফিকুল আলম, চ্যানেল আই টেলিভিশনের এ রহমান মুকুল, দেশরূপান্তর ও বাংলাদেশ অবজারভারের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, কালের কন্ঠ ও এখন টেলিভিশনের লুৎফর রহমান, দৈনিক ইনকিলাবের শেখ স¤্রাট হোসাইন, দ্যা ডেইলি ইভিনিং নিউজের তরিকুল ইসলাম সহ পঞ্চগড় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সংবাদকর্মীরা পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক ও সড়কগুলোর ওপর বালুর স্তূপ, পঞ্চগড় ট্রাক টার্মিনাল মহাসড়কের ওপর ট্রাকের জঞ্জাল, গ্রামীণ অবকাঠামো রক্ষাণাবেক্ষন উন্নয় কাজে অনিয়মসহ জেলার বিভিন্ন সমস্যা নবনিযুক্ত জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। পরে জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com