ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫ ৫ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



বগুড়ায় রুহুল কবির রিজভী
শেখ হাসিনা দিনের ভোট রাতে করার জন্য টাকা দিয়েছিল
বগুড়া জেলা সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৫:৩৫ পিএম  (ভিজিটর : ৭৩)
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিনাভোটে শাসন ও বিচার বিভাগের ওপর নির্ভর করে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। দিনের ভোট রাতে করার জন্য ৮ হাজার কোটি টাকা খরচ করেছিল হাসিনা। সেই টাকার ভাগ পেয়েছিল তার পালিত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। 

তিনি বলেন, বিরোধী দলের ওপর দীর্ঘ বছর ধরে জুলুম, নির্যাতন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকান্ডসহ সকল অপরাধে আল্লাহর পক্ষ থেকে শেখ হাসিনার পতন ঘটে। বিচারেও প্রমাণিত হয়েছে, আল্লাহ পৃথিবীতেই বিচার করেন। যারা নিজের দেশের সঙ্গে বেঈমানি করে, জনগণের সঙ্গে বেঈমানি করে, তাদের পরিণতি সর্বদাই ভয়াবহ হয়। 

গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়ায় আমরা বিএনপি পরিবার আয়োজিত দিনব্যাপী সেবামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শহরের শহীদ খোকন পার্কে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবার আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। 

এদিন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃষকের মাঝে উপকরণ বিতরণ, শ্রমিকদের মাঝে পোশাক, হৃদরোগীর বিশেষ স্বাস্থ্য সেবা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, প্রতিবন্ধী শিশু ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। 

রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্র যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর লুটপাটের স্থানে পরিণত হয়, সেই রাজনৈতিক দল লুটেরা, ডাকাত, দানব ও রাক্ষসের হাতে জনগণের কোনো উপকার হবে না। বাংলাদেশে তারেক রহমান মানবতার দূত হয়ে কাজ করছে। তিনি ব্যক্তিগত অনুসন্ধানের মাধ্যমে সারাদেশের অসহায়, নির্যাতিত, নিপীড়িত, অভাবী ও মেধাবীদের খুঁজে বের করেন। তারপর তাদেরকে নিয়মিত সহযোগিতা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, ডা. মনোয়ারুল কাদির বিটু, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, তাহা উদ্দিন নাহিন, সহিদুন্নবী সালাম, সাইদুজ্জামান শাকিল, বগুড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কালাম আজাদ, আমরা বিএনপি পরিবারের কৃষিবিদ মোখছেদুল মমিন মিথুন, মুস্তাকিম বিল্লাহ, রাশেদুজ্জামান পিয়াস, সরকার মুকুল, রাকিবুল ইসলাম শুভ, আবু হাসান, হাবিবুর রশিদ সন্ধান, নাজমা আক্তার, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com