ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ২৩ মার্চ ২০২৫ ৯ চৈত্র ১৪৩১
ই-পেপার রবিবার ● ২৩ মার্চ ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




অপহরণের দু'দিন পর ঢাবির হল থেকে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীকে উদ্ধার, আটক ১
সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা
প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ২:৩৪ পিএম  (ভিজিটর : ৯৭৬)
রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের এক শিক্ষার্থীকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণের  অভিযোগ উঠেছে ঢাবির দুই শিক্ষার্থীসহ আরো দু'জনের  বিরুদ্ধে। 

শুক্রবার (২৯ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহনেওয়াজ হল থেকে ভুক্তভোগী মেহেদী হাসান কে উদ্ধার করেছে পুলিশ। তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন।

এদিকে  অপহরণের সঙ্গে জড়িতদের মধ্যে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে । তারা হলেন- জাহিদ শেখ ও মো. শাহরিন ইসলাম। তাদের সঙ্গে আরো ছিলেন আব্দুল কাইয়ুম ও মেহেদী হাসান নামের দুইজন বহিরাগত। বহিরাগত দুজনই জাহিদ শেখের বন্ধু। ঢাবির প্রক্টরিয়াল টিম জানিয়েছে জাহিদ শেখ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চারুকলা অনুষদের সহ-সম্পাদক। 

জানা যায়, লালবাগের বিজিবি-১ নম্বর গেট সংলগ্ন একটি বাড়িতে একা ভাড়া থাকেন মেহেদী। বাড়ির মালিক তার কাছ থেকে ২০ হাজার টাকা পেতেন। সেই দ্বন্দ্বের জেরে বুধবার কয়েকজন মেহেদীর বাসায় যায় এবং রাতভর নির্যাতন চালায়। পরদিন সকালে তাকে তুলে শাহনেওয়াজ হলে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ দিন ধরে হাত-পা বেঁধে নির্যাতন করে তার বাবা-মার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর যুক্ত থাকার বিষয়ে আমরা জানতে পেরেছি। যদি তারা ঘটনায় যুক্ত থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন  বলেন, ভুক্তভোগীর মামা অভিযোগ করেছিল তাকে কেউ আটকে রেখে মুক্তিপণ দাবি করছে। তার মামার অভিযোগের ভিত্তিতে আমরা তাকে শাহনেওয়াজ হল থেকে উদ্ধার করেছি। 

এদিকে এই ঘটনায় বিষয়ে শুক্রবার রাতেই মামলা দায়ের করেছে ভুক্তভোগী মেহেদী'র পরিবার। এখন পর্যন্ত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  অভিযুক্তদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]