ফরিদপুর ৩ আসনে স্বতন্ত্র ঈগল প্রতিকের প্রার্থীর এ. কে. আজাদের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (৩১ ডিসেম্বর) কুয়াশাচ্ছন্ন সকাল সাড়ে সাতটার দিকে পৌরসভার ১ নং ওয়ার্ডের শোভারামপুর বোর্ড অফিস সংলগ্ন নির্বাচনী ক্যাম্পটিতে আগুন দেওয়া হয়।
এদিকে আগুনের ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ।
ঈগল প্রতীকের ১ নং ওয়ার্ডের নির্বাচনে প্রচারণা ক্যাম্পের আহবায়ক মো: শহিদ উন নবী বলেন, আজ সকালে বেশ কুয়াশাচ্ছন্ন ছিল আবহাওয়া। সাড়ে সাতটার দিকে খবর পাই আমাদের সেন্টারে আগুন দিয়েছে কে বা কারা। আমি দ্রুত ঘটনাস্থলে আসি এবং পুলিশকে খবর দেই।
তিনি বলেন, আমি ঘটনাস্থলে আসার আগেই প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে নেয়। ফলে বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায় আমাদের ক্যাম্প ও আশে পাশের বাড়ি ঘর।
তিনি আরও বলেন, প্রতিপক্ষের লোকেরাই নির্বাচনে পরাজয় মেনে নিয়েই আমাদের বিভিন্ন সেন্টারে আগুন এবং কর্মীদের উপরে হামলা চালাচ্ছে।
ফরিদপুর কোতয়ালি থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।