প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৬ পিএম (ভিজিটর : ৭৮৪)
রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের নারায়নপুর মুরাদদর্প নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এদিন বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ পরিচালক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়নপুর মুরাদদর্প নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, সার্বিক তত্ত্বাবধান করেন নারায়নপুর মুরাদদর্প নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নির্মল চন্দ্র বর্মন।
বক্তারা বলেন, সকলের সহযোগিতায় শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রতিষ্ঠাতা ও শিক্ষকমন্ডলী আন্তরিকতার সাথে নিবেদিত রয়েছে বলেই প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয়টি সুনাম অর্জন করেছে। সবমিলিয়ে প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান, পরিবেশ এবং পরিচালনা কমিটির কার্যক্রম চমৎকার।
সন্ধ্যায় অভিভাবক,শিক্ষক-শিক্ষার্থী ও সূধীজনের উপস্থিতিতে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।