ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
ই-পেপার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




সান্তাহারে ট্রেনের বগিতে মিলল মালিক বিহীন ৪৮ বোতল ফেনসিডিল
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৮ পিএম আপডেট: ৩১.১২.২০২৩ ৪:৫৩ পিএম  (ভিজিটর : ৩৪৬)
লালমনিরহাট থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনের বগিতে মিলল মালিক বিহীন ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল। গত শনিবার (৩০ ডিসেম্বর) রাত ১০ টায় সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ট্রেনের বগি চেক করার সময় ফেনসিডিল উদ্ধার করেছে। 

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গত শনিবার লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ২২ নং পদ্মরাগ ট্রেন রাত ১০ টায় ট্রেন থেকে যাত্রী নেমে যাবার পর ট্রেনের বগি তল্লাশি কালে একটি বগিতে রেলওয়ে পুলিশ মালিক বিহীন কাপড়ের হ্যান্ড ব্যাগ দেখতে পেয়ে মালিক খোঁজাখুজি করেও পাননি। পরে যাত্রীদের সামনে খুলে তাতে রাখা ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। পরে সান্তাহার রেলওয়ে থানায় ফেনসিডিল জমা করা হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ফেনসিডিলের মালিক অনুসন্ধান চলছে। 

রংপুর থেকে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সান্তাহার রেল পুলিশ

 সান্তাহার রেলওয়ে থানা পুলিশ হেরোইন ব্যবসায়ীর মুলহোতা দুই নারী মাদক ব্যবসায়ীকে রংপুর জেলার বদরগঞ্জ থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, রংপুর জেলার বদরগঞ্জ সদরের খুরশিদ আলমের স্ত্রী আমেনা বেগম ও একই স্থানের শফিকুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম। গত শনিবার রাতে সান্তাহার রেলওয়ে পুলিশ তাদের গ্রাম থেকে গ্রেফতার করে।

সান্তাহার রেলওয়ে পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই নারী হেরোইন ব্যবসার মুলহোতা তাদের সান্তাহার রেলওয়ে থানায় গত ৪ ডিসেম্বর বিরুদ্ধে ১৬০ গ্রাম হেরোইন পাচার মামলা রয়েছে। তারা পলাতক থাকার গত শনিবার তাদের গ্রেফতার করা হয়।  সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান,গতকাল রোববার গ্রেফতারকৃত ওই দুই নারী মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানো হয়েছে। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]