ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫ ৭ কার্তিক ১৪৩২
ই-পেপার বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণই সমাধান: জমিয়াতুল মোদার্রেছীন
ভোরের ডাক রিপোর্ট:
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:২৬ পিএম  (ভিজিটর : ৬৪৩)
বেতন-ভাতার ‘কোন শতাংশ’ নয়, বরং কর্মরত সকল মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ চায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। 

সংগঠনটির সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন বলেন, জমিয়াতুল মোদার্রেছীন ২০১৭ সালে সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক সমাবেশ করে শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছিল। এই দাবি আদায়ে তখন থেকেই কর্মসূচিও পালন করছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজ করে যাবে মাদরাসা শিক্ষকরা। 

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর মহাখালীস্থ গাউসূল আজম কমপ্লেক্সে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে আয়োজিত ‘মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষিকাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

জমিয়াত সভাপতি বলেন, “আমরা কোন শতাংশের হিসেবে বেতন-ভাতা চাই না, আমরা চাই জাতীয়করণ করে শতভাগ সুযোগ-সুবিধা দিতে হবে। তবে সেটি রাস্তায় দাঙ্গাবাজী করে নয়, আলাপ-আলোচনার মাধ্যমে।” 

তিনি আরও বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে এখন যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারা শুধু ‘স্ট্যানবাজী’ করছেন। তিনি মনে করেন, বর্তমান সরকার চাইলেও এখন বেতন-ভাতা বৃদ্ধি করতে পারবে না। তবে তিনি বিশ্বাস করেন, আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা ইতোমধ্যে চাকরি জাতীয়করণ করার অঙ্গীকার করেছেন। তখন শিক্ষক-কর্মচারীরা যা চান, তার চেয়েও বেশি পাবেন।

ক্লাস বন্ধ রেখে আন্দোলনের সমালোচনা:
এ এম এম বাহাউদ্দীন সর্বশেষ প্রকাশিত এইচএসসির ফলাফলের বিপর্যয়ের কথা উল্লেখ করে আন্দোলনের সমালোচনা করেন। তিনি বলেন, “কিছুদিন পরে আবার এসএসসি-দাখিল ও এইচএসসি-আলিম পরীক্ষা আছে। কিন্তু এর মধ্যে দাবি-দাওয়ার নাম করে ক্লাস বন্ধ রেখে আন্দোলন করা হচ্ছে... রাস্তায় দাঙ্গাবাজী করে দাবি আদায়ের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে।” 

শিক্ষকদের দাবিকে যৌক্তিক এবং এর প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক অবস্থায় সরকার চাইলেও দাবি পূরণ করতে পারবে না, যা শিক্ষকদের বুঝতে হবে। যারা এটা বুঝেও শিক্ষকদের রাস্তায় রেখে পরিবেশ নষ্ট করছেন তারা শুধু স্ট্যান্ডবাজী করছেন। 

জমিয়াত সভাপতি বলেন, “আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, ইনশাআল্লাহ। কেউ কোন কিছু পরিবর্তন করতে পারবে না। তিনি ক্ষমতায় আসল ২ হাজার নয়, ৫ হাজার টাকা করে চাইলেও শিক্ষকরা পাবেন।” তিনি সমাজ গঠনে নারীদের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরে বলেন, আলেম সমাজ সব সময় নারী শিক্ষা ও নারীর অগ্রগতির জন্য কাজ করেছে, বাধা হচ্ছে নারী শিক্ষা নিয়ে রাজনীতি। তিনি আরও বলেন, এদেশে ইসলাম ও সমাজ থাকবে, এখানে লালন উৎসবও হবে আজান-নামাজও হবে, এজন্য রাজনৈতিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ।

জমিয়াত সভাপতি নারী শিক্ষকদের সুযোগ-সুবিধা আরো বেশি বাড়ানোর কথা বলেন। তিনি বলেন, নারী শিক্ষকদের দেশের বাইরে, যেমন চীন, প্রশিক্ষণের জন্য পাঠানোর ব্যবস্থা করা হবে। তিনি দক্ষিণ কোরিয়া ও চীনের উন্নয়নের উদাহরণ টেনে বলেন, বাংলাদেশের প্রযুক্তিতে অগ্রগতি হতে হলে নারী শিক্ষক ও শিক্ষিত মায়েদের প্রয়োজন।

অনুষ্ঠানে জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী বলেন, “আমরা দীর্ঘদিন থেকেই শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছি, এবং দাবি আদায়ে আন্দোলন করছি। আমরা চাই শিক্ষকরা সরকারি চাকরিজীবীদের মতো শতভাগ সুযোগ-সুবিধা পাক। তবে আমরা সব সময় সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের পক্ষে।” সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রুহী রহমান এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক দিলরুবা খান। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com