‘শিশুদের জন্য গড়ি মানবিক সভ্যতা’ প্রতিপাদ্যকে সামনে শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে ‘নজরুল শিশু নাট্যম’ এর এক সচেতনতামূলক অনুষ্ঠান বাংলা একাডেমির বর্ধমান হাউজে শনিবার বিকেল ৪.০০ টায় অনুষ্ঠিত হবে।
গল্পবন, কচিকণ্ঠে আবৃত্তি, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে সাজানো অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমীর সচিব ড. মো. সেলিম রেজা, বিশেষ অতিথি একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী থাকবেন ফাতেমা তুজ জোহরা।
সভাপ্রধান থাকবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী। ‘নজরুল শিশু নাট্যম’ এর পরিচালক নূর হোসেন রানা অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
অনুষ্ঠান সহযোগী সংগঠন হচ্ছে, হোপ ৮৭ ,অন্তরংগ শিশু সংগঠন, জেনেসিস থিয়েটার, প্রাকৃতধারা, আবাবীল, দুরন্ত সোসাইটি, সেন্টার ফর বাংলাদেশ থিয়েটার ,শিশু উন্নয়ন ও গবেষণা পরিষদ, অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন ।