ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২
ই-পেপার বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




“পাওয়ার অব বন্ডিং” এর কার্যকর প্রয়োগ
বাংলাদেশ-মালদ্বীপ সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার
ভাষা ও ঐতিহ্যের সেতুবন্ধনে অভিন্ন উদ্যোগ
কূটনৈতিক রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৭:৩৪ পিএম  (ভিজিটর : ৩৩)
বাংলাদেশ ও মালদ্বীপ তাদের ঐতিহাসিক সাংস্কৃতিক ও ভাষাগত বন্ধনকে আরও গভীর করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম এবং ধিভেহি ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যবিষয়ক মন্ত্রী আদম নাসির ইব্রাহিমের মধ্যে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে দুই দেশের সাংস্কৃতিক, ভাষাগত ও একাডেমিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। ‍

আজ বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের শতাব্দীব্যাপী ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন কর্মপরিকল্পনা ও যৌথ উদ্যোগের বিষয়েও আলোচনা হয়। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে মন্ত্রী আদম নাসির ইব্রাহিম বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করে বলেন, বাংলা ও ধিভেহি ভাষার মধ্যে বহু শব্দ ও উচ্চারণে মিল রয়েছে, যা দুই দেশের ঐতিহাসিক যোগাযোগের প্রতিফলন। 

উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, বাংলার ‘বটগাছ’ ধিভেহিতে ‘বোদগাছ’ এবং সংখ্যা ‘৬২’ বাংলায় ‘বাসৌট্টি’ হলেও ধিভেহিতে তা ‘বাহোত্তি’। মন্ত্রী বলেন, “এই ভাষাগত ও সাংস্কৃতিক সাদৃশ্য আমাদের জনগণের বন্ধনকে আরও দৃঢ় করেছে। আমরা চাই এই ঐতিহ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হোক।”

এসময় তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও তুলে ধরেন। যার মধ্যে রয়েছে বিদ্যমান সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক অধ্যয়নে বাংলাদেশি বিশেষজ্ঞ ও গবেষকদের অংশগ্রহণ, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচি ও একাডেমিক বিনিময়, উপকূলীয় ঐতিহ্য, সামুদ্রিক প্রত্নতত্ত্ব ও সমাজবিজ্ঞান বিষয়ে যৌথ গবেষণা, এবং মালদ্বীপে প্রকাশিত ধিভেহি ভাষার বই অনুবাদ ও প্রচার। 
প্রত্যুত্তরে হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এসব উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বন্ধনই কূটনৈতিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। 

আমরা সেই বন্ধনকেই কাজে লাগাতে চাই “পাওয়ার অব বন্ডিং”-এর মাধ্যমে। হাইকমিশনার প্রস্তাব করেন, মালদ্বীপে যেসব সাহিত্য ও গবেষণায় বাংলাদেশের উল্লেখ রয়েছে, সেগুলো বাংলায় অনুবাদ করলে তা দুই দেশের মানুষকে আরও কাছাকাছি আনবে। 

এছাড়া যৌথ সেমিনার, শিল্প প্রদর্শনী, একাডেমিক বিনিময় ও ঐতিহ্যবাহী উৎসব আয়োজনের মাধ্যমে সাংস্কৃতিক সম্প্রীতি বাড়ানোর ওপর তিনি জোর দেন। বৈঠক শেষে উভয়পক্ষ শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এসব উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে সম্মত হয়। 

এসময় হাইকমিশনার নাজমুল ইসলাম মালদ্বীপ মন্ত্রীকে তার রচিত “পাওয়ার অব বন্ডিং” শীর্ষক বই উপহার দেন। বইটিতে তিনি সাংস্কৃতিক কূটনীতি, জনকূটনীতি ও সফট পাওয়ারের ধারণাকে নতুনভাবে উপস্থাপন করেছেন। জানা গেছে, বইটি ইতোমধ্যে হার্ভার্ড, অক্সফোর্ড ও কেমব্রিজসহ বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com