প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:০২ এএম (ভিজিটর : ১২১৭)
মধ্যপ্রাচ্যের আরব দেশে ৬/৪ লেনে সড়ক, বেপরোয়া গতিতে গাড়ীচালানো কারণে ওমান সড়কে দুর্ঘটনা মারাত্মক আকারে প্রাণঘাতিক ঘটতেছে প্রতিনিয়ত।
মাস্কাটে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর অভিযোগে সম্প্রতি এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির পুলিশ নাগরিক ও প্রবাসী সকলের জন্য কঠোর সতর্কতা জারি করেন।
পুলিশ সূত্র জানায়,সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে ওই চালককে গ্রেপ্তার করা হয়।
যিনি নিজের ও অন্যদের জীবন বিপন্ন করে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সরকারি তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালেই দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ ৫৮৬ জনের মৃত্যু হয়েছে।
সাম্প্রতিক সময়ে ওমানে কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
এর মধ্যে গত ৮ অক্টোবর দুকুম এলাকায় আট বাংলাদেশি প্রবাসী কর্মীর মৃত্যু হয় এবং ১৫ অক্টোবর আল খাবুরাহ এলাকায় স্কুলবাসের সংঘর্ষে ৪২ জন শিক্ষার্থী আহত হয়।
এই ধারাবাহিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ওমান পুলিশ প্রশাসন সড়ক নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানে নেমেছে।
অতিরিক্ত গতি অসতর্কতা এবং আইন অমান্য করা কে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করে সকল নাগরিক ও প্রবাসী কর্মীদের ট্রাফিক আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।