ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২
ই-পেপার বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




কমনওয়েলথ প্রতিনিধি দলের সাথে জাতীয় পার্টির বৈঠক
নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিতে মাঠে থাকবে কমনওয়েলথের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
ভোরের ডাক রিপোর্ট:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:২৭ পিএম আপডেট: ২৮.১০.২০২৫ ৬:৫৮ পিএম  (ভিজিটর : ৪৯২)
কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখা উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দল জাতীয় পার্টির নেতাদের  সঙ্গে বৈঠক করেছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানস্থ হোটেল রেনেসাঁসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

জাতীয় পার্টির পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এ সময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু ও জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের চলমান রাজনীতি, জুলাই সনদ, সংস্কার প্রক্রিয়া, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, মানবাধিকার পরিস্থিতি, জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মওলা। 

কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখা উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ ছাড়াও  জাপার সঙ্গে বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধি দলে আরও ছিলেন ড. দিনুষা পণ্ডিতরত্ন, মিসেস ন্যান্সি কানিয়াগো,মি. সার্থক রায়, মিসেস ম্যাডোনা লিঞ্চ।

বৈঠক শেষে জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা সাংবাদিকদের বলেন, আজ মঙ্গলবার বাংলাদেশের সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সাথে  আমাদের (জাতীয় পার্টি) বৈঠক হয়েছে। বৈঠকে কমনওয়েল প্রতিনিধি দল আমাদের সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। 

মাসরুর মওলা বলেন, কমনওয়েল  প্রতিনিধি দলের সদস্যরা আমাদের পার্টির চেয়ারম্যানের কাছে জানতে চেয়েছেন জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করবে কি না? 
জবাবে পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ তাদের বলেছেন, জাতীয় পার্টির নির্বাচনমুখী দল। 

সব সময় নির্বাচন অংশগ্রহণ করতে প্রস্তুত রয়েছে। সে কারণে নির্বাচনের আগে ভয়-ভীতি মুক্ত ও আতঙ্কহীনভাবে সকল রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারে সে ধরনের স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত রাখার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। 
মাসরুর মওলা আরো বলেন, কমনওয়েলথের প্রতিনিধিরা আমাদের কাছে জানতে চান, জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কিনা, আমরা তাদের জানিয়েছি, বিষয়টি সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। এছাড়া প্রতিনিধি দলের সদস্যরা দেশের চলমান সংস্কার, জুলাই সনদসহ নানা বিষয় আমাদের প্রশ্ন করেন। 

আমরা জানিয়েছি, সরকার যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছে, সেখানে আমাদের মত আরো অসংখ্য নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হয়নি। তারা তাদের পছন্দমত রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জুলাই সনদ তৈরি করেছে। এছাড়া সংস্কারের বিষয়ে আমাদের মতামত জানতে চাইলে, আমরা বলেছি, যেকোনো সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সংসদ দরকার। 

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ প্রতিনিধি দলকে জানান, জাতীয় পার্টির যে সকল নেতা আগামী নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে, তাদের  অনেকের  বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। সরকার এখনো সেগুলো প্রত্যাহার করেনি। 

এছাড়া অনেকের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় পার্টি এখনো উন্মুক্ত পরিবেশে সভা সমাবেশ করতে পারছে না। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হলে অবিলম্বে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, নির্বিঘ্নে সভা সমাবেশের সুযোগ প্রদান এবং নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা করার সুযোগ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব দেন জাপা চেয়ারম্যান।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com