ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২
ই-পেপার বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




কেআইবিতে নিরপেক্ষ প্রশাসক নিয়োগ ও আবদুর রব খানের দুর্নীতির বিচার দাবি
ভোরের ডাক রিপোর্ট:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:৪৬ পিএম  (ভিজিটর : ৬২৭)
কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি)-তে অবিলম্বে একজন নিরপেক্ষ ও জ্যেষ্ঠ কৃষিবিদকে প্রশাসক নিয়োগ এবং বর্তমান প্রশাসক আবদুর রব খানের নিয়োগ ও অনিয়মের বিচার দাবি জানিয়েছে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। 

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ্যাব নেতারা বলেন, কেআইবিতে আর্থিক অনিয়ম ও প্রশাসনিক দুর্নীতি তদন্তে একটি স্বাধীন কমিটি গঠন, দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন তফসিল ঘোষণা এবং কৃষিবিদদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

সংগঠনের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার বলেন, সমাজসেবা অধিদপ্তর ১২ ফেব্রুয়ারি আবদুর রব খানকে ৯০ দিনের জন্য প্রশাসক নিয়োগ দিয়েছিল, যাতে তিনি নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করেন। কিন্তু তিনি দায়িত্ব পালন না করে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। পরে তার মেয়াদ দুই দফায় বাড়িয়ে ১৭ অক্টোবর পর্যন্ত করা হলেও তিনি নির্বাচন আয়োজন না করে কেআইবির তহবিল থেকে কোটি টাকার উন্নয়ন, মেরামত ও নিয়োগ বাণিজ্যে লিপ্ত হন।

সংগঠনটির সদস্য সচিব শাহাদত হোসেন বিপ্লব অভিযোগ করেন, প্রশাসকের উন্নয়নকাজ, নিয়োগ বা চাকরিচ্যুতি করার কোনো এখতিয়ার নেই। তবুও তিনি নিজের পছন্দের লোক নিয়োগ দিয়েছেন এবং কোটেশন ছাড়া ব্যয় বাড়িয়ে অর্থ আত্মসাৎ করেছেন। উদাহরণস্বরূপ, এসি মেরামতে ৯৩ হাজার টাকার কাজের বিল দেখানো হয়েছে ২ লাখ ৪০ হাজার, ছাদ মেরামতে ১০ লাখ টাকার কাজ ১৫ লাখে, সিসি ক্যামেরা স্থাপনে ২ লাখ টাকার কাজ ৫ লাখ টাকায় দেখানো হয়েছে।

তিনি মাসে ১ লাখ ৭৫ হাজার টাকা বেতন, ১ লাখ টাকার তেল খরচ, ঈদ বোনাস ও নববর্ষ ভাতা নিয়েছেন এবং নিজের পছন্দমতো অডিটর নিয়োগ দিয়ে ৮ লাখ টাকা ব্যয় করেছেন। শাহাদত হোসেন বিপ্লব  আরও বলেন, মেয়াদ তিন দফা বাড়িয়েও তিনি নির্বাচন আয়োজনের উদ্যোগ নেননি। বরং গঠনতন্ত্র পরিপন্থি নির্বাচন কমিশন গঠন করেছেন, যার সদস্যরা একটি রাজনৈতিক সংগঠনের অনুসারী। 

এ কারণে কৃষিবিদ সমাজে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিখিত অভিযোগের মাধ্যমে তার অপসারণ দাবি করেন। সংবাদ সম্মেলনে যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন চঞ্চল, সদস্য (দপ্তরের দায়িত্বে)  অধ্যাপক জমশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com