ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২
ই-পেপার বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




নিষিদ্বের পক্ষে জামায়াত-এনসিপি-গণধিকার পরিষদ
জাতীয় পার্টিকে নির্বাচনের মাঠে চায় বিএনপি
সুজন দে:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১:২৪ পিএম  (ভিজিটর : ১৬৫৯)
কার্যক্রম নিষিদ্ব থাকায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। এর মধ্যে জাতীয় পার্টির র্কাযক্রম নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ সহ আরো কয়েকটি রাজনৈতিক  দলের পক্ষ থেকে। তবে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার  বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি।  

একই সঙ্গে জাতীয় পার্টির নির্বাচনে অংশ গ্রহণ করার পক্ষেও বিএনপির রাজনৈতিক অবস্থান।  তবে কোনো ভাবেই জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ গ্রহণ করতে দিতে চায় না এনসিপি ও গণাধিকার পরিষদ। দলটির নেতারা এই বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন। আর জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত  মজলিস সহ আরো কয়েকটি  ইসলামী রাজনৈতিক দল জাতীয় পার্টির  কার্য্যক্রম নিষিদ্ধ করার জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রেখেছে। 

আর গণঅধিকার পরিষদও মাঝে মধ্যে জাপা নিষিদ্ধের  দাবিতে রাজপথে কর্মসূচি পালন করে। 
খোঁজ খবর নিয়ে জানা গেছে, বিএনপির আংশকা, এমনিতেই  কার্যক্রম নিষিদ্ব থাকায় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ গ্রহণ করতে না পারছে না। 

ফলে নির্বাচনের পর  গ্রহণযোগ্যতা নিয়ে দেশে বিদেশে প্রশ্ন উঠার আশংকা রয়েছে। তার ওপর জাতীয় পার্টিও যদি নির্বাচনে অংশ  গ্রহণ করতে না পারে, তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠার আশংকা আরো বেড়ে যাবে। ইতিমধ্যে জাতীয় পার্টির দুই অংশের নেতারা বলেছেন, জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে নির্বাচনের পর গঠিত সংসদ ক্ষনস্থায়ী হতে পারে। অপরদিকে আর্ন্তজাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনও আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়াার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর চিঠিও দিয়েছে। 

এছাড়া বিগত তিনটি জাতীয় নির্বাচন অংশগ্রহণ মূলক না হওয়ার কারণে দেশে বিদেশে ব্যাপক সমালোচিত হয় আওয়ামী লীগ। তাছাড়া ভোট দিতে না পারার কারণেই আওয়ামী লীগের ওপর দেশের মানুষ বেশি ক্ষুদ্ধ হয়ে উঠে। যার ফলে গেলো বছরের ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে শোচনীয় পতন হয় শেখ হাসিনা সরকারের। সব দিক বিবেচনা করেই বিএনপির নেতৃত্ব চাচ্ছেন জাতীয় পার্টি নির্বাচনে অংশ গ্রহণ করুক।  ফলে দেশে বিদেশে নির্বাচন অংশগ্রহণ মূলক দেখানো যাবে। 

এই ব্যাপারে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, জাতীয় পার্টি বাংলাদেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নয়। তাদের নিবন্ধনও বহাল আছে। দল হিসেবে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কোনো মামলা এখনো হয়নি। তাই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে না পারার মতো কোনো অযোগ্যতা নেই। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, সেটা তাদের নিজস্ব ব্যাপার। 

তবে জাতীয় নাগরিক পার্টির-এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন,জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আগামী নির্বাচনে কোনোভাবেই যেন ফ্যাসিবাদদের কেউ অংশগ্রহণ করতে না পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করছে না, সে ব্যাপারে সরকারের তরফ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হওয়ার জন্য যে দলটা (জাতীয় পার্টি) সব থেকে বড় দায়ী, সেই দলটার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না। জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। 

আর আগামী জাতীয় নির্বাচনের আগে জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা হওয়া দরকার বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হল নুর। তিনি বলেন, নির্বাচন বিঘ্নিত হোক আমরা এমন কোনো কাজ চাই না। কিন্তু জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই, তাহলে আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। এই জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ ব্যাক করবে।  

তিনি বলেন, ফরিদপুর, মাদারীপুর ও খুলনাসহ যেসব এলাকা একটু আওয়ামী লীগ হিসেবে পরিচিত, ওইসব এলাকায় জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করতে চেষ্টা করবে। আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করতে চেষ্টা করবে। কাজেই জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনের আগে আমাদের একটা ফয়সালায় যাওয়া দরকার।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com