ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২
ই-পেপার বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




এপিএল প্রা: লি: এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কর্তৃক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে চেক হস্তান্তর
ভোরের ডাক রিপোর্ট:
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:১৪ পিএম  (ভিজিটর : ৪৪)
শ্রমিকদের কল্যাণে গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বাৎসরিক লভ্যাংশের চেক হস্তান্তর করেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান এপিএল (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড এবং ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। 

প্রতিষ্ঠান দুটি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী তাদের বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে এই অর্থ প্রদান করে।  তন্মধ্যে এপিএল (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড এর ১ কোটি ৩৭ লক্ষ ৬৫ হাজার ৪৯৪ টাকার এবং ম্যারিকো এর ৩ কোটি ৫৮ লক্ষ ৬৬ হাজার ৭১৮ টাকার চেক।

বাৎসরিক লভ্যাংশের এ চেক আজ বুধবার শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন-এর কাছে তাঁর দপ্তরে হস্তান্তর করা হয়।

মাননীয় উপদেষ্টার কাছে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন এপিএল (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড  এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তরকালে মাননীয় উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, "শ্রমিকদের সার্বিক কল্যাণে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই আর্থিক সহায়তা প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে"। 

তিনি আরও বলেন, এই অর্থ দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং জরুরি চিকিৎসা সেবা প্রদানে ব্যবহার করা হবে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা জানান, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়তা করতে পেরে তারা গর্বিত এবং ভবিষ্যতে এ ধরনের জনহিতকর কাজে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। উল্লেখ্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে থাকে। বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের লাভের একটি নির্দিষ্ট অংশ এই তহবিলে জমা করে, যা শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com