ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২
ই-পেপার বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




মালেতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের বৈঠক-
ত্রিপাক্ষিক কৌশলগত সম্পর্ক জোরদারের অঙ্গিকার
কূটনৈতিক রিপোর্টার
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৮:০৬ পিএম আপডেট: ২৬.১০.২০২৫ ৮:১৬ পিএম  (ভিজিটর : ৮৯৪)
মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হুগো ইয়নের মধ্যে এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ঐকমত্য হয়েছেন। বৈঠকে দুই কূটনীতিক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও একটি স্থিতিশীল আঞ্চলিক পরিবেশ গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্প্রতি মালদ্বীপের রাজধানী মালেতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে গতকাল হাইকমিশনের এক সংবাদ বিবরণীতে এ তথ্য জানানো হয়।

আঞ্চলিক শান্তি ও ভবিষ্যতের কৌশল
মালেতে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই রাষ্ট্রদূতই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বৃহত্তর আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করার পথে একসঙ্গে কাজ করার গুরুত্বারোপ করেন। আলোচনার প্রধান বিষয়বস্তুর মধ্যে ছিল মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা। এ বিষয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে মানবপাচার প্রতিরোধ এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ প্রবাসীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি ত্রিপাক্ষিক সম্পর্ককেও আরও অর্থবহ করে তুলবে।

আলোচনায় মালদ্বীপের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করার জন্য সক্ষমতা বৃদ্ধি (ক্যাপাসিটি বিল্ডিং) সংক্রান্ত যৌথ কর্মসূচি হাতে নেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষই এই উদ্যোগকে ভবিষ্যতের কৌশলগত অংশীদারিত্ব জোরদারের একটি ইতিবাচক পদক্ষেপ মনে করেন। সাক্ষাৎ শেষে দুই রাষ্ট্রদূতই মালদ্বীপ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে পারস্পরিক অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলোতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা একটি স্থিতিশীল ও সমৃদ্ধ আঞ্চলিক পরিবেশ গঠনে সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com