জয়পুরহাটের কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬২৫ ফিট প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠেছে। ইট গাঁথুনির পর হলফল করে নড়ার কারণে উত্তেজিত জনতা সেই প্রাচীর হাতের ঠেলা দিয়ে ভেঙ্গে ফেলেছে।
উত্তেজিত জনতার অভিযোগ, কম পরিমান সিমেন্ট দিয়ে ইট গাঁথুনি করায় প্রাচীর হলফল করে নড়ে। ঝুকি থাকায় জনগন তা হাত দিয়ে ঠেলে ভেঙ্গে ফেলেছে। সিডিউল মোতাবেক কাজ করার দাবী করেছেন তারা। অপরদিকে ঠিকাদার বলছেন, গাঁথুনির পর জমাট হতে সময় লাগে, তার আগেই জনগন প্রাচীর ভেঙ্গে ফেলেছে। আসলে সিডিউল অনুযায়ীই কাজ করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাচীর নির্মাণের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ করা হয়। দরপত্রের মাধ্যমে ওই কাজের দায়িত্ব পান জয়পুরহাটের মেসার্স এমরান কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ পেয়ে কাজ শুরু করেছে ঠিকাদার।
এরইমধ্যে বিমের কাজ শেষ হলে সেখানে ইট গাঁথার কাজ শুরু করেছে। সিডিউল অনুযায়ী কাজ হচ্ছেনা বলে স্থানীয়দের অভিযোগনা । ইট গাঁথার পর প্রাচীর হলফল করে নড়ে। ঝুকি মনে করে স্থানীয় লোকজন প্রাচীরের ইটগুলো হাত দিয়ে ঠেলা মেরে ভেঙ্গে ফেলেছে। তাদের দাবী, সিডিউলের বাহিরে এখানে কোনো কাজ করতে দেওয়া হবে না।
ঠিকাদারের নিয়োজিত কাজ দেখভালের দায়িত্বে থাকা রবিউল ইসলাম বলেন, সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ও বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতেই কাজ হচ্ছে। স্থানীয় লোকজন অযাচিত ক্ষিপ্ত হয়ে প্রাচীর ভেঙ্গে ফেলেছে। আসলে ইট গাঁথার পর জমাট হতে কমপক্ষে ২৪ ঘন্টা সময় অতিবাহিত হতে হয়। তার আগেই লোকজন প্রাচীর ভেঙ্গে ফেলেছে। বিষয়টি প্রকৌশলীকে জানানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল বলেন, কাজ দেখভালের জন্য বিদ্যালয় থেকে তিন সদস্যর একটি কমিটি করে দেওয়া হয়েছে। তারা এই কাজ দেখভাল করছেন। কাজ এখনও শেষই হয়নি, তার আগেই লোকজন এসে প্রাচীর ভেঙ্গে ফেলেছে। কেন ভেঙ্গে ফেলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কাজের মান খারাপ বলে ভেঙ্গে ফেলেছে।
জয়পুরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী আবু রায়হান বলেন, বিষয়টি আমি জানিনা। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।