ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
ই-পেপার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




র‍্যাগিংয়ের জন্য চুয়েটের ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১:০৫ পিএম  (ভিজিটর : ১৫৫)
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ১১জন শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের দায়ে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। 

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটিরি ২৭৮তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। বহিষ্কারাদেশে বলা হয়, গত ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ২৩ ব্যাচের (২০৩-২৪ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের পাশেই ইমাম গাজ্জালী কলেজে গেটের সামনে নিয়ে হেনস্তার অভিযোগ মিলে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ১১ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলে। পরে বিশ^বিদ্যালয় ডিসিপ্লিন কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বহিস্কৃত ওই এগারজন শিক্ষার্থীরা আগামী ছয় মাস ক্যাম্পাসের কোনো আবাসিক হলে তাঁরা অবস্থান করতে পারবেন না। তবে তাঁরা চাইলে আগামী ১৫দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর আপিল করার সুযোগ পাবেন। বহিষ্কৃত শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয়ের ২০২২-২৩ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। 

এব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান,‘‘র‌্যাগিংয়ের দায়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং অভিযুক্ত ১১জন শিক্ষার্থীদের ব্যক্তিগত শুনানি যাচাই বাছাই শেষে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।”





আরও খবর


সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]