ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




জাতীয় ঐক্য সব সমাধান দেবে; কোনো উসকানিতে পা নয়
দারা মাহমুদ
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১১:৩৯ এএম  (ভিজিটর : ৮৫)
দায়িত্ব গ্রহণের সাড়ে ৩ মাসের মাথায় এসে অন্তর্বর্তী সরকার ঘোরতর সংকটে পড়েছে। সর্বশেষ চট্টগ্রামে হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আটক ও তৎপরবর্তী সময়ে তার জামিন নিয়ে সৃষ্ট ঘটনা ও চিন্ময়ের সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় রাষ্ট্র গভীর সংকটে উপনীত হয়। বিষয়টা খুবই স্পর্শকাতর এবং বিপজ্জনক। এ ঘটনাকে কেন্দ্র করে বড় কোনো ঘটনা ঘটেনি মূলত সরকার, রাজনৈতিক দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণের কারণে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমও মুসলিম আলেম নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। আমরাও তাদের ধন্যবাদ জানাতে চাই। কারণ ধর্মীয় নেতারা তাদের অনুসারীদের সংযত না করলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারত। এক্ষেত্রে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতকেও ধন্যবাদ দিতে হয়। তারা তাদের কর্মীদের কোনো চক্রান্তের ফাঁদে পা না দিতে ব্যবস্থা নিয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এরকম উসকানিমূলক কার্যক্রম চলতেই থাকবে। তবে কোনো ধরনের উসকানিতে পা দেয়া যাবে না। রাষ্ট্র সংস্কারের যে বিশাল দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সেটা তাদের সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।

চট্টগ্রামের ঘটনায় কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছিল প্রথমেই। আদালত চত্বরে হাঙ্গামা সৃষ্টিকারীদের ইসকনের লোক বলে প্রচার হয়েছিল। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস একদা ইসকনের সাথে জড়িত ছিলেন এবং ইসকনের মুখপাত্র হিসেবেই তিনি পরিচিতি পেয়েছিলেন। কিন্তু কিছুদিন আগে তার নৈতিক চরিত্রের স্খলন ঘটায় তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়। এ ব্যাপারে ইসকনের পক্ষ থেকে বলা হয়েছে, চিন্ময়ের সাথে ইসকনের কোনো সম্পর্ক নেই, সে নৈতিক স্খলনের দায়ে আগেই বহিষ্কৃত। ইসকন আইনজীবী সাইফুল ইসলামের হত্যার নিন্দা জানিয়ে অপরাধীদের শাস্তি দাবি করেছে।

বাংলাদেশ তো বটেই উপমহাদেশের জনগণ অসাম্প্রদায়িক। বাংলাদেশে একই চত্বরে মসজিদ এবং মন্দিরের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে শত শত বছর ধরে। তবে কিছু স্বার্থান্বেষী মহল মানুষের ধর্মীয় অনভূতিকে কাজে লাগিয়ে অঘটন ঘটায়। উপমহাদেশে যতগুলো দাঙ্গ-হাঙ্গামা হয়েছে, তা গুজব, ভুল বোঝাবুঝি থেকে চট্টগ্রামের আদালত চত্বরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা থেকে বড় কিছু হয়ে যেতে পারত। কিন্তু বাংলাদেশের সরকার রাজনৈতিক দলগুলো এবং জনগণ ঠিক আছে। পরিস্থিতি সামাল দেয়া গেছে। এ ঘটনার প্রেক্ষিতে বিএনপি এবং জামায়াত আলাদা আলাদাভাবে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে জাতীয় ঐক্যের কথা বলেছে। আমরা দেশের এই বড় দুই দলকে পুনরায় ধন্যবাদ দিতে চাই তাদের দায়িত্বশীল এবং পরিপক্ব ভূমিকা গ্রহণের জন্য। এ দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এবং ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষ শান্তিপূর্ণভাবে সহবস্থান করবে। কোনো ষড়যন্ত্র উসকানি তাদের এই অবস্থানকে টলাতে পারবে না, এই বিশ্বাস আমরা রাখি।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]