দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৭ জন। এর আগে গত রোববার ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়। সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু হলো।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যে ৩৯ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২০ জন ও নারী ১৯ জন। আর চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১০৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ১ হাজার ৮৮০ জন ও নারী ১ হাজার ২২৩ জন।