প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৭:১৭ পিএম (ভিজিটর : ৬৬২)
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৩২ জন ভর্তি হয়েছেন। এসময়ের মধ্যে ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এবং রাজশাহীতে একজন করে।
এদিকে সবশেষ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে চলতি বছরের ডেঙ্গুতে মোট ৪৬ জনে স্থির রয়েছে। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং জন ২৬ জন নারী রয়েছেন।
২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৪৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট তিন হাজার ৫৭৫ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ০৪ জুলাই পর্যন্ত মোট তিন হাজার ৮৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে দুই হাজার ৩২৪ জন পুরুষ এবং এক হাজার ৫২০ জন নারী।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।