ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২ নভেম্বর ২০২৪ ১৮ কার্তিক ১৪৩১
ই-পেপার শনিবার ● ২ নভেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




তীব্র তাপদাহে কুবিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত
কুবি সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ১২:৪৬ পিএম  (ভিজিটর : ২৪৬)
তীব্র তাপদাহের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার (২১ এপ্রিল) রাত ৮টায় জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের (৮০তম) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
অ্যাকাডেমিক কাউন্সিলের একাধিক সদস্যের সাথে কথা বলে জানা যায়, চলমান পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মিডটার্ম সাধারণভাবে ২ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে কোন বিভাগীয় প্রধান চাইলে পরীক্ষা এরমধ্যে নিতে পারবেন। রুটিন অনুযায়ী ক্লাস হবে অনলাইনে। এছাড়াও শীতাতপ নিয়ন্ত্রিত হলরুমে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলবে।

তাঁরা আরও জানান, শিক্ষার্থীদের কথা বিবেচনায় সীমিত পরিসরে পরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এসব বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরীকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

উল্লেখ্য, দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে দেশের সব স্কুল-কলেজে সাতদিনের ছুটি ঘোষণা করেছে সরকার। একইসাথে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত সব কলেজে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ও অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসের ঘোষণা করেছে।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]