থানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনার দায়িত্বে আনসার সদস্যরা
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৩:৩৮ পিএম (ভিজিটর : ৪৪২)
সারাদেশের মত লক্ষ্মীপুরের রামগতি থানাতেও চলছে পুলিশদের কর্মবিরতি। গত ৬ আগস্ট বিকেল থেকে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন কর্মসূচি শুরু করলে থানার নিরাপত্তা রক্ষায় থানা, উপজেলা পরিষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তা রক্ষায় আনসার সদস্যদের নিযুক্ত করা হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সরকারি স্টাফ কোয়াটার, নির্মানাধীন বিভিন্ন সরকারি স্থাপনাসহ গুরুত্বপূর্ণ রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রনে কাজ করছেন আনসার সদস্যরা।
জানা যায়, গত তিনদিন ধরে দু শিফটে চারজন করে আনসার সদস্য নিরাপত্তায় কাজ করছেন। উপজেলা আনসার কমান্ডার তাওহীদুল ইসলাম সুমন জানান, আমাদের ডিজি মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমিসহ ১৫জন আনসার সদস্য রামগতি উপজেলায় বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছি। থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হলে আমরা দায়িত্ব বুঝিয়ে দেব। তিনি আরো জানান, পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে এ থানায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমাদেরকে দায়িত্ব পালনে সহযোগিতা করেছেন।