সরকারি জমি দখল করে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে অবকাঠামো নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে রাজধানীর সবুজবাগ থানার রাজারবাগ এলাকার সাধারণ জনগণ ও স্কুলের শিক্ষার্থীরা।
বুধবার সকালে সবুজবাগ থানার পূর্ব রাজারবাগে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আবুল কালাম আজাদ।
বিক্ষোভ সমাবেশে এলাকাবাসী ও স্কুল ছাত্ররা অভিযোগ করে বলেন, সবুজবাগ থানা শ্রমিকলীগের সভাপতি রহিম বেপারী সহ তার সহযোগীরা সরকারি জমি দখল করে পাকা বাড়ি নির্মাণ করেন। এতে সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়।
রাস্তা বন্ধ করে দেয়ার ফলে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীরা চরমভাবে বিপাকে পড়েন। কিন্তু দমন নিপীড়ন ও নির্যাতনের ভয়ে এলাকাবাসী এ বিষয়ে এতদিন প্রতিবাদ করার সাহস পাননি।
৫ জানুয়ারি শেখ হাসিনার পতনের পর পরই, স্থানীয় এলাকাবাসীরা জড়ো হয়ে রাস্তাটির কিছু অংশ দখলমুক্ত করেন। এখনো সরকারি জমিতে শ্রমিকলীগ নেতা রহিম বেপারী ও স্থানীয় সরকারদলীয় নেতা বেনোজির জোরপূর্বক সরকারি জমি দখল করে পাকা বাড়ি নির্মাণ করে আছে।
দ্রুত এই পাকা বাড়ি অপসারণ করে সরকারি জমি দখলমুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন পূর্ব রাজারবাগ এলাকার বাসিন্দারা।