ই-পেপার শনিবার ২৭ জুলাই ২০২৪
শিরোনাম: মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল : পলক       মোবাইল ফোনে ইন্টারনেট ও ফেসবুক চালুর বিষয়ে যা জানা গেলো       নেপালে বিমান বিধ্বস্ত, নিহত ১৮       আগামী ৩-৪ দিনের মধ্যে সব নিয়ন্ত্রণে চলে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী       খুলেছে অফিস-আদালত, গণপরিবহন সংকটে সাধারণ মানুষের ভোগান্তি        বান্দরবানে কেএনএফের দুই সদস্য নিহত       লাখাইয়ে রোপা আমন ধানের বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষক      




তীব্র তাপদাহে গলে যাচ্ছে পাটকেলঘাটা টু দলুয়া পাকা সড়কের পিচ
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
Published : Monday, 22 April, 2024 at 12:01 PM
তীব্র তাপদাহে গলে যাচ্ছে সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে খলিশখালি সড়কের পিচ (বিটুমিন)। একই সাথে অতিষ্ট হয়ে পড়েছে জন-জীবন। বিগত কয়েকদিন বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তাপমাত্রা। তীব্র এ তাপদাহে শুধু শহর নয় গ্রামের হাট-বাজারগুলো প্রায় মানব শূন্য। অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। সম্প্রতি কয়েকদিনের এ গরমে পাটকেলঘাটা টু খলিশখালি সড়কের ইসলামকাটি মোড় সংলগ্ন পাকা রাস্তাটির পিচ গলে যাওয়াসহ খোয়া উঠে খানা-খন্দকে পরিনত হয়েছে। যা হাটাচলার জন্য অনেকটা অনুপযোগী হয়ে পড়েছে।

সড়কে চলাচলকারী নিতাই কুমার ঘোষ বলেন, আমি চাকরীর সার্থে দীর্ঘদিন এই রাস্তাটি দিয়ে চলাচল করি। কিন্তু এ দুইদিন রাস্তাটির পিচ গলে খুবই বাজে অবস্থায় পরিনত হয়েছে। রাস্তাটির নির্মাণ কাজ দুই বছর ধরে চললেও এর সুফল আমরা আজও ভোগ করতে পারিনি। সঠিক নিয়ম না মেনেই ঢিলেঢালা ভাবে চলছে সড়কের কাজ। উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিরা তো ভোট নিয়ে ব্যস্ত। রাস্তাটির দিকে নজর দেওয়ার মত কেউ নেই। 

শাহিন নামের এক পথচারী বলেন, পায়ে হেটে যাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করি রাস্তার পিছের সাথে জুতা জোড়া লেগে যাচ্ছে। গলা পিচ থেকে ছাড়াতে গিয়ে জুতার সোল ছিড়ে গেছে। এখন নতুন জুতা ক্রয় করে বাড়ি ফিরতে হবে। 

এ বিষয়ে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, এ সড়কটিতে প্রচুর যানবাহন মানুষের চলাচল। যানবাহনের চাকার ঘর্ষণের ফলে অনেক যায়গায় পিচ কমবেশি গলেছে। সাধারণত এ সড়কে ৬০/৭০ গ্রেডের বিটুমিন ব্যবহার করা হয়ে থাকে। ঠিকাদারের গাফিলতির কারণে রাস্তাটিতে প্রয়োজনের তুলনায় বিটুমিন বেশি দেওয়া পড়েছে। পাশাপাশি তীব্র তাপদাহের কারণে এমনটি ঘটেছে। এটা শুধুমাত্র তালা উপজেলায় নয় দেশের আরো কয়েকটি জেলার মহা-সড়কেও এমন ঘটনা ঘটেছে। 







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected], [email protected]