Published : Tuesday, 13 August, 2024 at 5:33 PM, Update: 13.08.2024 5:49:26 PM
অর্ন্তবর্তিকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব: এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির একাংশের সিনিয়র কো:চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। এই সময় বাবলার সঙ্গে ছিলেন এরশাদ সরকারের সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন।
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতের সময় আবু হোসেন বাবলা বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলীর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ড. ইউনুস সাহেবের মতো বিশ্ব নন্দিত একজন ব্যাক্তিত্বকে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করায় বাংলাদেশের ভাবমুর্তি যেমন বিশ্ব দরবারে অনেক গুন বেড়ে গেছে, তেমনি সংকট কাটিয়ে দেশও অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে উপদেষ্টা হিসেবে অর্ন্তবর্তী কালীন সরকারে স্থান দেওয়াকে ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে বাবলা বলেন, এর মধ্যে দিয়ে আমাদের মেধাবী সন্তানরা তাদের মেধা দিয়ে দেশকে নেতৃত্ব দিয়ে অনেক দুর নিয়ে যেতে পারবে।
এই ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবলা বলেন, আমাদের পার্টি কিছু বিষয় নিয়ে আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি। এছাড়া দলীয় বিভিন্ন বিষয় আমরা তাকে অবহিত করেছি। তিনি আমাদের সব কথা শুনেছেন, এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য গত ৩ আগষ্ট পারিবারিক সফরে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে দিল্লী যান তিনি, গত ১১ আগষ্ট রাতে দেশে ফিরেন তারা।